
বিপিএলের নবম আসর মাঠে গড়াতে এখনো অনেক সময় বাকি থাকলেও এরই মধ্যে দলে খেলোয়াড় ভেড়াতে শুরু করেছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। দুজন অধিনায়ককেও চুক্তিবদ্ধ করেছে দুটি দল।
এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো সাজিয়ে বসিয়েছে চমকের পসরা। প্রতিটি দল চেষ্টা করছে নিজেদের স্কোয়াডে বড় বড় বিদেশি তারকা দলে ভেড়ানোর। সেই লক্ষ্যে সবচেয়ে বেশি এখন পর্যন্ত ক্রিকেটার দলে ভিড়িয়েছে রংপুর রাইডারস ও সিলেট স্ট্রাইকার্স।
যদিও এখন পর্যন্ত যেসব ক্রিকেটারদের সম্পর্কে শোনা গিয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছে পাকিস্তান থেকে। মূলত বিপিএলের সময় তাদের দ্বিপাক্ষিক সিরিজ টি স্থগিত হয়েছে। সেই সুযোগটা কাজে লাগিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
এর মাঝে সিলেটে স্ট্রাইকারস অবশ্য নির্ধারণ করে ফেলেছে তাদের দলের অধিনায়ক। বাংলাদেশ দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি মুর্তজা থাকছেন তাদের অধিনায়কত্বের দায়িত্বে। এছাড়াও শোনা গিয়েছে ফরচুন বরিশাল নতুন করে তিন বছরের চুক্তি করেছে সাকিব আল হাসানের সঙ্গে।
সবার আগে তিনজন পাকিস্তানি দলে নিয়ে সবচেয়ে বড় চমক দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চলুন দেখে নেয়া যাক কোন দল নিজেদের স্কোয়াডে ভিড়িয়েছে কোন কোন তারকাদের কে।
রংপুর রাইডার্স – এখন পর্যন্ত যৌথ সর্বোচ্চ তারা দলে টেনেছে পাঁচজন ক্রিকেটারকে। তারা হচ্ছেনঃ মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি ও পাথুম নিশাঙ্কা (শ্রীলংকা)।
ফরচুন বরিশাল – সাকিব আল হাসান (অধিনায়ক, বাংলাদেশ), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ও রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ)।
সিলেট স্ট্রাইকার্স – অধিনায়ক মাশরাফি মুর্তাজা। আরও থাকছেন মোহাম্মদ আমির (পাকিস্তান), ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলংকা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা) ও কামিন্দু মেন্ডিস, (শ্রীলংকা)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স – হাসান আলী (পাকিস্তান), শাহিন আফ্রীদি (পাকিস্তান) ও মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)।
উল্লেখ্য, এবারের আসরে অংশ নেয়া ৭ টি দল হচ্ছে
রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স এবং প্রগতি ঢাকা।