৬,৬,৪,৪,৪,৪,৪,৪,৪ চার ছক্কার ঝড় তুলে অনেক দিন পর নিজের চেনা রুপে ফিরলেন নাসির

প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও হারলো তামিম ইকবাল-মুমিনুল হকদের চট্টগ্রাম। তারকা খচিত দলটির বিপক্ষে শেরে বাংলা স্টেডিয়ামে এক নম্বর টায়ারের ম্যাচে বুধবার ৭ উইকেটে জিতেছে আকবর আলীর রংপুর। মঙ্গলবার দ্বিতীয় দিন শেষে ৩০ রানে এগিয়ে ছিল চট্টগ্রাম।

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হকের মত তারকা ব্যাটাররা আগেই সাজঘরে ফিরে গিয়েছিলেন। আশার প্রদীপ হয়েছিলেন অধিনায়ক ইরফান শুক্কুর। ওয়ানডে মেজাজে ৪৮ বলে ৭ বাউন্ডারিতে ৫০ রান করে অপরাজিত ছিলেন এ উইকেটকিপার ব্যাটার।

দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের রান ছিল ৬ উইকেটে ১২৬। তৃতীয় দিন সেখান থেকে মোটেই এগুতে পারেনি ইরফান শুক্কুরের দল। ১৯৯ রানে শেষ হয়েছে ইনিংস। ফলে জিততে রংপুরের দরকার পড় ১০৪ রানের।

নাসির হোসেন আর তানবির হায়দার জ্বলে উঠলে বেশ সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আকবর আলীর দল। তারা চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৭৪ রান তুলে রংপুরকে জিতিয়ে দেন। নাসির হোসেন ৪৪ বলে ২ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৪৫ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়ে দল জিতিয়ে সাজঘরে ফেরেন। আর তানবির হায়দারের ব্যাট থেকে আসে ৫৪ বলে ৩৬ রানের হার না মানা ইনিংস।

চট্টগ্রাম প্রথম ইনিংস: ১২৬/১০, ৫০ ওভার ও দ্বিতীয় ইনিংসে: ১৯৯/১০, ৫৯ ওভার (তামিম ২১, জয় ৭, সাব্বির ১৩, মুমিনুল ২২, ইরফান শুক্কুর ৬৭, শামীম পাটোয়ারি ৪, হাসান মুরাদ ৫, নাইম হাসান ১, ইয়াসিন আরাফাত ৩২, আহমেদ শরীফ ২১*; মুকিদুল ৩/৪১, আলাউদ্দীন বাবু ২/৪১, আরিফুল হক ২/২১, মুশফিক হাসান ও আব্দুল্লাহ আল মামুন একটি করে উইকেট।)

রংপুর প্রথম ইনিংস: ২২২/১০, ৭৩.৪ ওভার ও দ্বিতীয় ইনিংসে ১০৭/৩, ২৩.৫ ওভার (জাহিদ জাভেদ ৫, আব্দুল্লাহ আল মামুন ১৮, তানবির হায়দার ৩৬*, নাইম ইসলাম ১, নাসির হোসেন ৪৫*; নাইম হাসান ২/৪৩।)

ফল: রংপুর ৭ উইকেটে জয়ী।

You May Also Like