
টাইগারদের টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগেই বড় সুখবর পেলেন অধিনায়ক সাকিব আল হাসান। আইসিসি টি-টুয়েন্টি অলরাউন্ডারদের বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি। আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবিকে হটিয়ে এই আসন পুনরুদ্ধার করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৬৬ রেটিং নিয়ে শীর্ষে তিনি অন্যদিকে ২৪৬ রেটিং নিয়ে দুইয়ে নেমে গেছেন নবি।
এছাড়া তিনে আছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তার রেটিং ১৮৮। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে চার ধাপ করে এগিয়েছেন নামিবিয়ার স্মিট ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। স্মিট এখন আছেন চার নম্বরে আর রাজার অবস্থান সপ্তম।
গেল বছরের নভেম্বরে নবির কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। পুনরায় মসনদ ফিরে পাবার ১৪ দিনের মাথায় ফের শীর্ষস্থান হারান টাইগার অলরাউন্ডার। এবার বিশ্বকাপের আগে আবারও নিজের মসনদে ফিরলেন তিনি।
বোলিংয়ে খুব বেশি নৈপুণ্যতা দেখাতে না পারলেও সবশেষ ত্রিদেশীয় সিরিজের তিন ম্যাচে দুই ফিফটি হাঁকিয়ে ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন সাকিব। ১৫৪ রান করে আসরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন টাইগার অধিনায়ক। তিন ম্যাচে অবশ্য কোনো উইকেটের দেখা পাননি তিনি।
আইসিসির টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৪৭৫ পয়েন্ট নিয়ে ৫৭’তে অবস্থান করছে সাকিব আল হাসান। ৫৬০ রেটিং পয়েন্ট নিয়ে বোলিংয়ে তার অবস্থান ৩০তম।
বিশ্বকাপের মূল পর্ব মাঠে গড়ানোর আগে ৮৬১ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিজের দখলে রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।