
নাফিসা কামাল মানেই যেন চমক’ এর অন্য নাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল কে পেশাদারিত্বের এক অন্যরূপ দিয়েছেন তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর দায়িত্ব নেয়ার পর থেকে সবচেয়ে সফল বিপিএলের দল তার ফ্রাঞ্চাইজি টি। বোঝাই যাচ্ছে কতটা যত্নসহকারে নিজের দলটাকে এগিয়ে নেন সাবেক আইসিসি চেয়ারম্যানের কন্যা!
প্রতিবছরই যখন মাঠে গড়ায় বিপিএলের আসর প্রতিবারই চমকে চমকে রাখেন তিনি। গতবারও রেখেছিলেন বেশ কয়েকটি চমক। সেই চমক দেখিয়ে শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলে নিয়েছিল তার দল। প্রতি আসরে চমক দেখানো নাফিসা কামাল এই আসর শুরু হওয়ার অনেক আগেই চমকের পসরা সাজিয়ে বসেছেন।
গত বছর তিনি বিপিএলে খেলিয়েছিলেন সুনীল নারাইন, ফাফ ডু প্লেসিস এবং মঈন আলীর মতো তারকা ক্রিকেটারদের। শেষ পর্যন্ত তারাই চ্যাম্পিয়নের তকমা গায়ে লাগিয়ে দেন তাকে।
এবারের আসরেও তিনি রেখেছেন চমক। তবে এবার তার চমকের পাল্লাটা ভারী হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের কে দিয়ে। এবারের আসরে এমন কিছু খেলোয়াড় কে দলে ভেড়াতে যাচ্ছেন তিনি, যাদের নাম শুনলে চোখ কপালে উঠতে পারে যে কারও। সেই তালিকায় সম্ভবত প্রথম নামটাই হতে যাচ্ছে হাসান আলির নাম।
টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমান সময়ে সবচেয়ে ধারাবাহিক এবং বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, তাকেও দলে ভেড়াতে চলছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চমকের শেষ যেন এখানেই নয়, আরও একজন পাকিস্তানী ফাস্ট বোলারকে দলে ভেড়াতে যাচ্ছে তারা। তিনি আর কেউ নন, একমাত্র পাকিস্তানি ক্রিকেটার যিনি আইসিসি বিশ্বকাপ মঞ্চে ভারতের বিপক্ষে ম্যাচ সেরা হওয়ার পাশাপাশি দেশকে জয় উপহার দিয়েছেন সেই শাহীন শাহ আফ্রীদি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন সময়ে চলবে পাকিস্তানের সুপার লিগও। তবে তার পরেও বাংলাদেশের লিগ খেলতে আসতে পারেন এসব তারকারা। ড্র্যাফটের বাইরে থেকেই এই তিন তারকাকে দলে ভেড়াতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিটি৪নিউজের বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায় এই তথ্য।