
২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সালোনাতে পাড়ি জমিয়েছিলেন নেইমার জুনিয়র। সেই সময় জানানো হয়েছিল যে, নেইমারকে কিনতে বার্সালোনার ৬৩ মিলিয়ন ইউরো খরচ হয়েছে।
পরবর্তিতে আবার জানা যায়, নেইমারকে কেনার আসল মূল্যটা ৮৭ মিলিয়ন ইউরো। কিন্তু আসলেই কত মিলিয়নে কিনেছে সেই সংখ্যাটা প্রকাশ করেনি বার্সালোনা।
নেইমারের ট্রান্সফার ফি’র এই লুকোচুরি করে কর ফাঁকির অভিযোগে স্প্যানিশ আদালতে চলছে মামলা। নেইমার ও সাবেক বার্সালোনা সভাপতি দুজন আছেন এই মামলার আসামী।
এরমধ্যে গতকাল ছিল নেইমারের এই মামলার শুনানীর দিন। তাই সবাই হাজির হয়েছিলেন আদালতে। সেখানে নেইমার কিছু সময় কথা বলার সুযোগ পান। নেইমার এই ট্রান্সফারের সকল অভিযোগ বাবার দিকেই ঠেলে দেন।
নেইমার বলেন, “আমার বাবা পুরোটা দেখাশোনা করেছে এই ট্রান্সফারের। সে সবকিছু নিয়ন্ত্রন করেছে, আমি কিছুই জানিনা। আমি শুধু সেখানেই সই করেছি যেখানে বাবা বলেছে।”
নেইমার বলেন, “আমি শুনেছি আরও কিছু ক্লাব আমাকে কিনতে চায়। শেষ পর্যন্ত সেটা হয়েছিল হয় বার্সা না হলে রিয়াল মাদ্রিদ। আমি আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি এবং বার্সাতে আসি।”