বিড়ল ঘটনা : ২০ দিন আগে নিউজিল্যান্ডের হয়ে খেলা খেলোয়াড় বিশ্বকাপ খেলছেন নেদারল্যান্ডের জার্সিতে

১৬ই অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিল অখ্যাত নামিবিয়া। এবং দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল নেদারল্যান্ড। নেদারল্যান্ডস তাদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হারিয়ে সুপার টুয়েলভের পথ অনেকটা নিশ্চিত করে ফেলেছে।

তবে সবার নজর কেড়েছে নেদারল্যান্ডের তরুণ ক্রিকেটার লোগান ভ্যান ব্রেক। এই তরুণ ক্রিকেটারের নজর কাড়ার সব থেকে বড় কারণ ঠিক ২০ দিন আগে ভারতীয় এ দলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন লোগান ভ্যান ব্রেক। তার ঠিক ২০/২১ দিন পরে অর্থাৎ বিশ্বকাপের মঞ্চে সম্পূর্ণ অন্য দেশ নেদারল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামলেন তিনি।

লোগান ভ্যান ব্রেক অতীতে নিউজিল্যান্ডের জার্সি গায়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বেশ কয়েকটি টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচ খেলেছেন। কয়েক সপ্তাহ আগে ভারতে এ দল যখন নিউজিল্যান্ড সফরে গিয়েছিল তখন ভারতীয় এ দলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের জার্সি গায়েও খেলতে দেখা গিয়েছে এই মিডিয়াম পেসারকে।

প্রাক্তন ক্রিকেটার স্যামি গুইলেনের নাতি এই লোগান ভ্যান ব্রেক। তিনি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন। তবে লোগান ভ্যান ব্রেকের বাবা নেদারল্যান্ডের বাসিন্দা হওয়ার কারণে তাকে নেদারল্যান্ডের হয়ে বিশ্বকাপে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

You May Also Like