ব্যালন ডি’অর র‌্যাংকিং: হল্যান্ড ১০, রোনালদো ২০ মেসির অবস্থান লজ্জাজনক

প্রথমবারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। সোমবার (১৭ অক্টোবর) রাতে প্যারিসের আলো ঝলমলে চ্যাটেলেট থিয়েটারে ফ্রান্স ফুটবলের পক্ষে তার হাতে পুরস্কারটি তুলে দেন সাবেক রিয়াল তারকা ও কোচ জিনেদিন জিদান।

বর্ষসেরা ফুটবলারের দৌড়ে বেনজেমা পেছনে ফেলেন সাদিও মানে, কেভিন ডি ব্রুইনা ও রবার্ট লেভানদোভস্কিকে।

বেনজামা ছাড়াও নারী বিভাগে টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর জেতেন বার্সা তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও পাঁচ ফুটবলার ও এক ক্লাবকে পুরস্কার দেয়া হয়।

একনজরে ব্যালন ডি’অর ২০২২ র‍্যাংকিং (সেরা ১০):

১) করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
২) সাদিও মানে (সেনেগাল/বায়ার্ন মিউনিখ)
৩) কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি)

৪) রবার্ট লেভানদোভস্কি (পোল্যান্ড/বার্সেলোনা)
৫) মোহাম্মেদ সালাহ (মিসর/লিভারপুল)

৬) কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি)
৭) থিবো কোর্তোয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
৮) ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)
৯) লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)
১০) আরলিং হল্যান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি)

এ ছাড়া র‌্যাংকিংয়ে ২০তম পজিশনে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

You May Also Like