
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে এখনও মাঠে নামা হয়নি বাংলাদেশের। এর আগেই তাদের ব্যর্থতা ফুটে উঠেছে প্রস্তুতি ম্যাচেই। আফগানিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে বাজেভাবে হারতে হয়েছে সাকিব আল হাসানের দলকে।
ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে আফগানদের করা ১৬০ রান তাড়া করতে নেমে বাংলাদেশ থামে ৯ উইকেট হারিয়ে ৯৮ রানে। মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ ২৯ রান করেন।
এছাড়া শান্ত ৯ বলে ১২, মিরাজ ৩১ বলে ১৬, সৌম্য ৪ বলে ১, সাকিব ৪ বলে ১, সোহান ৮ বলে ১৩ রান, মুস্তফিজ ১৭ বলে ১০ রান, হাসান মাহমুদ ২ বলে ১ রান আর রানের খাতা খোলার আগেই আউট হন আফিফ ও ইয়াসির আলি।
আফগানিস্তানের পক্ষে ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ফজলহক ফারুকী। একটি করে উইকেট পান মুজিব ও নবি। তার আগে ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন নবি।