
ত্রিদেশীয় সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ বাংলাদেশ। এদিন টসে হেরে বোলিংয়ে নেমে আফগানিস্তানকে সুযগ পেয়েও ১৫০ এর নিচে থামাতে পারেনি বাংলাদেশ। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে টাইগারদের ইনিংস থেমেছে ৯৮ রানে।
এমন পারফরম্যান্সের পর বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়েও শঙ্কা দেখছেন অনেকে। ২০০৭ সালের পর সীমিত ওভারের এই বিশ্বকাপের মূল পর্বে কোনো জয় পায়নি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে মোসাদ্দেক হোসেন সৈকত জানিয়েছেন এবার দুটি জয় পেলেই বড় অর্জন হবে বাংলাদেশ দলের জন্য।
মোসাদ্দেক বলেছেন, ‘আমি যতটুকু জানি টি২০ বিশ্বকাপের মূল পর্বে আমরা একটা ম্যাচই জিতেছিলাম। এবার দুটা ম্যাচও যদি জিততে পারি, সেটা আমাদের অনেক বড় অর্জন হবে। নিশ্চিতভাবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার। সবাই একসঙ্গে থাকাটা গুরুত্বপূর্ণ এবং সবার দোয়া চাই। আমরা দল হিসেবে ভালো করার চেষ্টা করবো।’
কখনই বাংলাদেশের ১৩৫ স্ট্রাইক রেটের কোনো ব্যাটার ছিল না বলে সহজ স্বীকারোক্তি মোসাদ্দেকের। এই জায়গায় উন্নতির সুযোগ দেখছেন এই টাইগার অলরাউন্ডার। এইসব বিষয় নিয়েই কোচিং স্টাফের সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন মোসাদ্দেক।
তিনি বলেন, ‘আপনি চিন্তা করেন আমাদের টি২০তে কখনোই ওরকম কেউ ছিল না যে ১৩৫ স্ট্রাইকরেটের। সেটা আমাদের নেই। এই জায়গাটাতে উন্নতি করা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে কোচিং স্টাফ থেকে শুরু করে যারা আছেন, তারা যথেষ্ট সাহায্য করতেছেন। আমার মনে হয় এখন এটা ডেলিভারি করার পালা। সেটা টপ অর্ডাররা করবে, এটা আমি বিশ্বাস করি। আমরা বিশ্বকাপে ভালো খেলব।’
বুধবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। মূল আসরে মাঠে নামার আগে এই ম্যাচ দিয়েই শেষ বারের নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবে টাইগাররা। এরপর আগামী ২৩ অক্টোবর সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।