সহজ লক্ষে বাংলাদেশ; দেখেনিন সর্বশেষ স্কোর

InCollage 20221017 155805131

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সোমবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। শুরুতে ধীর গতিতে এগোলেও শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬০ রান তোলে আফগানরা।

অফফর্মের কারণে ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না মুস্তাফিজুর রহমান। আজ প্রস্তুতি ম্যাচে ফিরেছেন স্কোয়াডে। তবে মাঠের খেলায় ফিরে আবারও ব্যর্থ হয়েছেন কাটার মাস্টার। চার ওভার বোলিং করে রান দিয়েছেন ৩১, উইকেট পাননি একটিও।

অন্যদিকে ত্রিদেশীয় সিরিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন হাসান মাহমুদ। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন উদীয়মান এ পেসার। বোলিংয়ে ভালো করেছেন তাসকিনও। ৪ ওভার হাত ঘুরিয়ে ২ উইকেট নেওয়ার পাশাপাশি হজরতউল্লাহ জাজাইকে ফিরিয়ে শুরুর উইকেটটা তিনিই এনে দিয়েছিলেন।

২ উইকেট নিয়ে শুরুটা ভালো করলেও শেষদিকে ব্যাপক রান দিয়েছেন সাকিব। ৪ ওভারে দিয়েছেন ৪৬ রান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন ইব্রাহিম জাদরান। ইনিংসের শেষদিকে ১৭ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে স্কোরটা ১৬০ এ নিয়ে যান অধিনায়ক নবি।

১৯ অক্টোবর একই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে।

24/2 (4 over)

You May Also Like