নাজমুল হাসান শান্তকে নিয়ে বোমা ফাটালেন নান্নু!

এক সময় যাকে বাংলাদেশ দলের ভবিষ্যৎ ধরা হতো, তাকে নিয়েই সমালোচনার ঝড় বইছে সমর্থকদের মাঝে। তবে শান্তর প্রতিভা নিয়ে ইতিবাচক বক্তব্য দিলেন মিনহাজুল আবেদিন নান্নু।

শান্তকে নিয়ে প্রত্যাশাটা ছিল অনেক। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অনেকবার সুযোগ পেয়ে প্রত্যাশার ছিঁটেফোটাও পূরণ করতে পারেননি এ ব্যাটার। ঘরোয়া লিগ ও বিপিএলে এক সময় ভালো সময় কাটালেও, নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে ব্যর্থতার ষোল আনা পূর্ণ করেছেন তিনি। তারপরই সমর্থকদের সমালোচনার মুখে পড়েন এই ব্যাটার।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তার সংগ্রহ ২৯ বলে ৩৩, ১২ বলে ১১ আর ১৫ বলে ১২ রান। এরপরও শান্তর প্রতিভা নিয়ে ইতিবাচক বক্তব্য দিলেন মিনহাজুল আবেদিন নান্নু।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলোচনায় প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘একটা খেলোয়াড়কে নিয়ে যেভাবে আপনারা সমালোচনা করেন, তা না করে খেলোয়াড়কে সাহস দিন দেখবেন সামনে আরও ভালো করবে।’

তিনি আরও বলেন, ‘শান্ত কিন্তু বাকি দুটি ফরম্যাটেও খেলে। ঘরোয়া ক্রিকেটের ভালো পারফর্মার। ওর যথেষ্ট সামর্থ্য আছে। আমাদের ম্যানেজমেন্টের যেকোনো কোচকে যদি জিজ্ঞেস করেন বর্তমান খেলোয়াড়দের ব্যাপারে, বেসিক নিয়ে কথাবার্তা হলে ওর কথা সবার আগে আসবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে ঠাঁই হয়েছে শান্তর। তবে তার শেষ কয়েক ম্যাচের পারফর্মেন্স নির্বাচক ও সমর্থকদের মাঝে প্রশ্ন জাগাতেই পারে।

You May Also Like