মাত্র পাওয়া : সাইফুদ্দিন সাব্বিরকে বাদ দেয়ার গোপন রহস্য ফাঁস!

InCollage 20221015 145835861

অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে সৌম্য সরকার ও শরিফুল ইসলামকে অন্তর্ভুক্ত করেছে। সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের পারফরম্যান্সে টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট না হওয়ায় বাদ পড়েন। তাদের জায়গায় স্কোয়াডে জায়গা করে নেন তাঁরা। বিসিবি এই ঘোষণা দিয়েছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

খেলোয়াড় পরিবর্তনের সময়সীমার আগেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঠিক করে ফেলে বাংলাদেশ। বিসিবি এক বিবৃতিতে জানায়, ‘বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম মূলত স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন। তাদের বিশ্বকাপ দলে নির্বাচন করা হয়েছেন। তারা সাব্বির রহমান ও সাইফউদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছেন। এরা আগে ১৫ সদস্যের দলে ছিলেন। এর আগে ১৪ সেপ্টেম্বর দল ঘোষণা করা হয়েছিল।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সাব্বির এবং সাইফউদ্দিন নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবেন। অবশ্য তারা নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছেন।

সাব্বির ও সাইফউদ্দিন কেন বাদ পড়লেন এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাংবাদিকদের বলেন, ‘এশিয়া কাপ শুরুর আগে একজন খেলোয়াড়কে নির্দিষ্ট পজিশনে ফিট করার পরিকল্পনা ছিল আমাদের পরামর্শকের। এ কারণে সাব্বিরকে খেলানোর পরিকল্পনা ছিল।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

‘একজন খেলোয়াড়ের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টি-টোয়েন্টি এমন একটি খেলা আপনি এটি থেকে চোখ ফেরাতে পারবেন না। আপনাকে সচেতন হতে হবে, কারণ এখানে ওভারগুলি খুব দ্রুত শেষ হয়। এখানে আত্ম-মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ।’

আর সাইফউদ্দিন সম্পর্কে প্রধান নির্বাচক বলেন, ‘সাইফউদ্দিন অনেক দিন ধরে লড়াই করছে। গত বিশ্বকাপে তিনি ইনজুরিতে পড়েছিল। ঘরোয়া ক্রিকেটে ফিরেছিল, কিন্তু ফিট ছিল না। পিঠের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজে যেতে পারেনি। তবে সামগ্রিকভাবে আমরা তার পারফরম্যান্সে হতাশ।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদিকে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল শনিবার ব্রিসবেনে যাচ্ছে। সেখানে তারা ১৭ এবং ১৯ অক্টোবর আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৪ অক্টোবর হোবার্টে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।

You May Also Like