
কিউইদের মাটিতে ত্রিদেশীয় সিরিজে জেতার পরেও শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পরিবর্তন আনলো পাকিস্তান। যদিও পরিবর্তনটি কিছুটা অদ্ভুত,





লেগ স্পিনার উসমান কাদিরের বদলে দলে জায়গা পেয়েছেন ফাখর জামান। ডান হাতের বুড়ো আঙুলে চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন উসমান। আর তাতে কপাল খুলেছে অভিজ্ঞ ব্যাটার ফখর জামানের। তবে টুর্নামেন্ট থেকে একদম বাদ পড়ে যাননি লেগ স্পিনার উসমান। দলের সাথে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন তিনি।





গেল মাসের এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান ফখর। তবে ইনজুরির কারণে দল থেকে একদম ছিটকে যাননি তারকা ব্যাটার।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় নাম ছিল এ ব্যাটারের। পিসিবির সূত্র অনুযায়ী, নির্বাচকরা পাকিস্তানের ব্যাটিংকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন। ২৩ অক্টোবর মেলবোর্নে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান।





পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেট কিপার), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ফখর জামান।
রিজার্ভ: মোহাম্মদ হারিস, শাহনেওয়াজ দাহানি।