
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক’ ধরা হয় বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রীড়াপুস্তিকার একটি। সম্প্রতি ভারতের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ বেছে নিয়েছে উইজডেন। সেখানে রোহিত শর্মা-বিরাট কোহলিরা থাকলেও নেই মহেন্দ্র সিং ধোনি।





২০০৭ সালে ধোনির নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর আর কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি টিম ইন্ডিয়ার। সেই ধোনিকে বাদ দিয়েই একাদশ সাজিয়েছে উইজডেন!





একাদশে উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে দিনেশ কার্তিককে। কোহলিকে রাখা হয়েছে ওপেনার হিসেবে। তিনে সূর্যকুমার যাদব। পেসার হিসেবে আছেন ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ ও আশিস নেহরা। অলরাউন্ডার হিসেবে আছেন যুবরাজ সিং ও হার্দিক পান্ডিয়া। একাদশে জায়গা হয়নি রবিন্দ্র জাদেজার।





একনজরে ভারতের সর্বকালের সেরা টি-২০ একাদশ-
১) রোহিত শর্মা
২) বিরাট কোহলি
৩) সূর্যকুমার যাদব
৪) যুবরাজ সিং
৫) হার্দিক পান্ডিয়া





৬) সুরেশ রায়না
৭) দিনেশ কার্তিক (উইকেটরক্ষক)
৮) রবিচন্দ্রন অশ্বিন
৯) ভূবনেশ্বর কুমার
১০ জসপ্রিত বুমরাহ
১১) আশিস নেহরা
Who should lead India's all-time T20I XI? 🤔#RohitSharma #ViratKohli #India #T20WorldCup #Cricket pic.twitter.com/Ii9rG7LV6w
— Wisden India (@WisdenIndia) October 13, 2022