
মুম্বই ছেড়ে গোয়ায় গিয়েছেন অর্জুন। এই মরসুমে গোয়ার হয়েই খেলবেন তিনি। অলরাউন্ডার অর্জুন বল হাতে হায়দরাবাদকে চাপে ফেলে দিয়েছিলেন। কিন্তু বাকিরা সে ভাবে সাহায্য করতে পারলেন না তাঁকে।
৪ উইকেট নিলেন অর্জুন।





সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট নিলেন অর্জুন তেন্ডুলকর। সচিন-পুত্র ৪ ওভার বল করে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন। কিন্তু তাতে যদিও দলের হার আটকাতে পারেননি তিনি। প্রথমে ব্যাট করতে নামা হায়দরাবাদকে ধাক্কা দেন অর্জুন। মাত্র ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় তন্ময় অগ্রবালের দল। কিন্তু সেখান থেকে দলের স্কোর ১২৬ রানে পৌঁছে দেন তন্ময় এবং তিলক বর্মা।





এর পর ডেথ ওভারে এসেও উইকেট পান অর্জুন। একই ওভারে রাহুল বুদ্ধি এবং রবি তেজাকে ফিরিয়ে দেন তিনি।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন।
সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)