
সদ্য শেষ নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। তবে এই সিরিজে নানা ধরণের পরীক্ষা নীরিক্ষা চালিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর তাতেই বিশ্বকাপের সেরা কম্বিনেশন চূড়ান্ত করা গেছে। যে কারণে ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও সেরকমই ইঙ্গিত দিলেন।





দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়েও বলার মতো কিছুই করতে পারেননি সাব্বির। অন্যদিকে লম্বা বিরতির পর চোট কাটিয়ে ফেরা সাইফউদ্দিন উন্নতি করতে না পারলেও করেছেন অবনতি।





মোটামুটি দেশের ক্রিকেটে জোর গুঞ্জন হয়েই এসেছে এই দুজনের বাদ পড়ার বিষয়টি। তাদের সাথে আলোচনায় ছিলেন বাজে সময় কাটানো বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তর নাম। তবে শেষ পর্যন্ত দুজনেই বিশ্বকাপের জন্য টিকে যাবেন মোটামুটি নিশ্চিত।





আগামীকাল (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার উদ্দেশে নিউজিল্যান্ড ছাড়ার কথা বাংলাদেশ দলের। ত্রিদেশীয় সিরিজে খেলা বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকে যাওয়া সৌম্য সরকার ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামের অন্তর্ভূক্ত হওয়ার সম্ভাবনাই বেশি। বিশ্বকাপের অধিনায়কদের বিশেষ সভায় যোগ দিতে আজই অস্ট্রেলিয়া চলে গেছেন টাইগার দলপতি সাকিব আল হাসান।
স্কোয়াডের পরিবর্তন নিয়ে আজ (১৪ অক্টোবর) নিজ বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এটা আলোচনা হচ্ছে, আমরা আপনাদের আগামী ৪৮ ঘণ্টার ভেতর হয়ত কিছু জানাতে পারব। আশা করছি দলের জন্য যেটা ভালো হবে সেটাই করা হবে।’