
অবশেষে দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয় দলের সুযোগ পেয়েছেন ব্যাটসম্যান সৌম্য সরকার। ওপেনিং সংকটের কারণে জাতীয় দলের সুযোগ পেয়ে যান তিনি। এখন পর্যন্ত দুই ম্যাচে সুযোগ পেয়ে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে না পারলেও তার ব্যাটিং মনে হয়েছে জাতীয় দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের।





গত দুই ম্যাচ মিলে তিনি রান করেছেন ২৭। নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৭ বলে ২৩ রান করেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এই ব্যাটসম্যান। আজ পাকিস্তানের বিপক্ষে চার বলে করেছেন চার রান। ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচ শেষে তার ব্যাটিং নিয়ে তিনি বলেছেন, ‘সৌম্য দলের স্বার্থে খেলে। নিজের জন্য চিন্তা করে না।’





শ্রীরাম আরও বলেন, “সে শট খেলে আউট হয়। এটাই তার অভিপ্রায়। আমি মনে করি সে দলের স্বার্থে খেলে, দলের প্রয়োজেনে খেলে। প্রথম ২ ওভারে আমরা ৬/৭ রান পেয়েছি। দলের রান বাড়াতে গিয়ে সে আউট হয়ে গেছে। এটাই স্বাভাবিক। শেষ ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করে ভালো খেলেছিল। আমি মনে করি এটা ভালো লক্ষণ। তার মতো খেলোয়াড়রে মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে।”
এ সময় সৌম্যের দলে অন্তর্ভুক্তি নিয়ে শ্রীরাম বলেন, “আমাদের হাতে দুই দিন সময় আছে। বিষয়টি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো। পরিবর্তন হতে পারে। আমরা জানি আমাদের কী চাই, এ ব্যাপারে আপনাদের কয়েকদিনের মধ্যে জানাতে পারবো।”