
অনেকদিন ধরেই ক্রিকেটের বাইরে রয়েছেন মুশফিকুর রহিম। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলবেন তা আগেই জানান। তবে ইঞ্জুরির কারণে প্রথম রাউন্ডে না খেললেও দ্বিতীয় রাউন্ডে ফিরছেন এ অভিজ্ঞ ক্রিকেটার।





বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় রউনা দিবে কিন্তু মুশফিক রয়েছেন বাংলাদেশেই! আসলে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এ ক্রিকেটার। যে কারণে দেশেই অবস্থান করছেন। এশিয়া কাপের পর ২২ গজে দেখা যায়নি মুশফিককে।
তবে মিঠুনের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে
তামিল নাডু যাওয়ার প্রস্তাব দিলেও জাতীয় লিগেই মনোযোগ দিবেন মুশফিক। কদিন আগেই শুরু হয়েছে ২৪তম জাতীয় ক্রিকেট লিগ। শুরুতে শোনা যাচ্ছিল প্রথম থেকেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি।





তবে চোটের কারণে রাজশাহীর হয়ে প্রথম রাউন্ডে খেলেননি তিনি। তবে ফিরছেন দ্বিতীয় রাউন্ডে। বিষয়টি নিশ্চিত হয়েছে বিডিক্রিকটাইম। এনসিএল খেলতে আজ চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে মুশফিকের।
মুশফিকবিহীন রাজশাহী বিভাগ প্রথম রাউন্ডে বরিশালের বিপক্ষে ড্র করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসবে ভারত। ঐ সিরিজে সীমিত ওভারের ম্যাচের পাশাপাশি রয়েছে টেস্ট সিরিজও।
উল্লেখ্য, এশিয়া কাপে ব্যর্থতার পর গত চার সেপ্টেম্বর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন মুশফিক।