
ঠিকমতো যেন পারফরমেন্সই করতে পারছেন না নাজমুল হোসেন শান্ত এবং সাইফ উদ্দিন। তবে কি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেও দলের সঙ্গেই থাকবেন তারা?





ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচেও হাসে নি শান্তর ব্যাট, এছাড়াও সবচেয়ে খরচে ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। পাকিস্তানকে দেয়া ১৭৪ রানের টার্গেট কে রুখতে গিয়ে তিনি একাই খরচ করেছেন ৫৩ রান। তার এই ইনিংসে যেন কারণ হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের পরাজয়ের। অন্যদিকে ওপেনার শান্ত ১৫ বল খুইয়ে সংগ্রহ করেন মাত্র ১২ রান! টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যেন একেবারেই যাচ্ছেন না দুজন।





সেক্ষেত্রে কি পরিবর্তন আসবে বাংলাদেশ দলে? প্রশ্নটা থেকেই যায়। উত্তরটা অবশ্য দিয়েছেন বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। আভাস দিয়েছেন দুজনের পরিবর্তনের। সংবাদ সম্মেলনে ডোনাল্ড বলেন, ‘আমার মনে হয় বিশ্বকাপ দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সে কারণেই মূলত দলের সঙ্গে অতিরিক্ত দুজন এনেছি। পরিবর্তন করার সময়ও আমাদের আছে। সেই জন্য আমরা অস্ট্রেলিয়ায় যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সময় পাব।’





সেক্ষেত্রে কোন খেলোয়াড়ের অবস্থার পরিবর্তন হতে পারে এই প্রশ্নটা থেকে যাচ্ছে। যদি ১৫ সদস্যের দলে পরিবর্তন আসে তবে দলে ঢুকতে পারেন দুজন খেলোয়াড়, তারা হচ্ছেন সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম। ব্যাট হাতে প্রথম ম্যাচে সফল ছিলেন সৌম্য, দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে সাফল্য না পেলেও বল হাতে ছিলেন দুর্দান্ত। এছাড়াও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের অন্যতম ভরসায় নাম সৌম্য, যার কারণে দলে জায়গা হতে পারে তার।
তাকে জায়গা দিতে দল থেকে বাদ পড়তে হতে পারে সাব্বির রহমান কে। সেক্ষেত্রে দ্বিতীয় খেলোয়ার হতে পারেন শরিফুল ইসলাম। তিনি যদি সুযোগ পান, তবে বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত কিংবা সাইফ উদ্দিন। এমনকি দলের বাইরে যেতে পারেন এবাদত হোসেন। এমন সম্ভাবনার কথা জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় মেগাজিন ক্রিকবাজ।