সিরিজ হেরে বাংলাদেশের ব্যাটার ও বোলারদের নিয়ে বোমা ফাটালেন সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গকে সরিয়ে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেয়া হয় টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামকে। সেই সাথে দলের নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসানকে।

নতুন অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে এশিয়া কাপ ও সহ অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে দুবাইয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের নানা পরীক্ষা-নিরীক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট।

মূলত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জয়ের দিকে নজর দেয়নি বাংলাদেশ সেখানে মূলত ক্রিকেটারদের বাজিয়ে দেখেছে টিম ম্যানেজমেন্ট এবং সাকিব আল হাসান। প্রতিটি ম্যাচেই একাদশে এনেছে একাধিক পরিবর্তন। যেমন আজ মুস্তাফিজুর রহমানকে বসিয়ে একাদশ সাজিয়েছেন সাকিব আল হাসান।

তাইতো তুই দেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে অধিনায়ক জানিয়েছেন বিশ্বকাপের দল নিশ্চিত করে ফেলেছেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের একাদশ কেমন হবেন সেটা ঠিক করে ফেলেছেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান। আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন,

“এখন আমাদের ওপরই নির্ভর করছে আমরা বিশ্বকাপে কেমন করি। এই প্রতিযোগিতায় আমরা ব্যাপক উন্নতি করেছি যা আমাদের জন্য ইতিবাচক। আমরা বিশ্বকাপে কোন দল নিয়ে খেলবো তা নিশ্চিত হয়ে গেছি। এটা আমাদের জন্য ভালো হয়েছে।”

ম্যাচ শেষে সাকিব পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব আরো বলেছেন, “আজও কঠিন সময় গেছে। তবে আমি মনে করি আজ আমরা সেরা ক্রিকেট খেলেছি। শেষ ওভারে আমরা মাত্র ৩ রান করেছি। ওখানে ১০-১৫ রান হওয়া উচিত ছিল। কিন্তু ক্রিকেটে এমন ঘটনা ঘটে। ইনিংসের মাঝে আমাদের ঘাটতি ছিল। তবে আজ আমরা ভালো করেছি।”

You May Also Like