
নিউজিল্যান্ডে ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে পাকিস্তান। ক্রাইস্টচার্চে আজ বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে তারা। ৫৬ বলে ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ম্যাচ শেষে বাংলাদেশের বোলারদের প্রশংসা করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।





পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিজওয়ান বলেন, ‘বাংলাদেশের বোলাদের ক্রেডিট দিতেই হবে। তারা সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। প্রথম ১০ ওভারে আমাদের লক্ষ্য ছিল হাতে উইকেট রাখা। শেষ দিকে আমাদের জন্য কাজটি সহজ করে দিয়েছে মোহাম্মদ নওয়াজ। এজন্য আমি তাকে ক্রেডিট দিচ্ছি। তাঁর ইনিংসটি মোমেন্টাম বদলে দিয়েছে।’
আগামীকাল শুক্রবার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ফাইনালের আগে আত্মবিশ্বাসী রিজওয়ান, ‘আজকের জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। নিজেদের মাঠে খেলছে নিউজিল্যান্ড, তবে আমরা আত্মবিশ্বাসী।’
Learning never stops 🇵🇰🤝🇧🇩#PAKvBAN | #NZTriSeries pic.twitter.com/Cpq660nq7l
— Pakistan Cricket (@TheRealPCB) October 13, 2022