
স্বপ্নের মতো একটা বছর কাটাচ্ছেন লিটন কুমার দাস। খারাপ ফর্ম দূরে সরিয়ে তিনি এখন দুর্দান্ত ফর্মে। তিন ফরম্যাটেই তিনি দলের নির্ভরতার নাম। সেই সঙ্গে চোখ-ধাঁধানো শৈল্পিক ব্যাটিং তো আছেই।





বছরের সর্বাধিক আন্তর্জাতিক রান সংগ্রহের লড়াইয়ে তিনি পাল্লা দিচ্ছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে এক বছরে ১৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন লিটন। এতে বাবরের সঙ্গে তার লড়াইটা বেশ জমে উঠেছে।
চলতি বছর এখন পর্যন্ত পাকিস্তানের তারকা ওপেনার বাবর আজম চলতি বছরে ১৮৮১ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ছয়টি আর ফিফটি ১২টি।





বাবর চলতি বছরে এখন পর্যন্ত পাঁচ টেস্টের ৯ ইনিংসে ৭৩.৪৪ গড়ে ৬৬১ রান করেছেন। দুটি সেঞ্চুরির পাশাপাশি আছে চারটি ফিফটি। ওয়ানডেতে ৯ ম্যাচ খেলে ৮৪.৮৭ গড়ে, তিন সেঞ্চুরি আর পাঁচ ফিফটিতে করেছেন ৬৭৯ রান। আর ১৭ টি-টোয়েন্টিতেও চলতি বছর এখন পর্যন্ত একটি সেঞ্চুরি আর তিন ফিফটিতে ৫৪১ রান করেছেন বাবর। গড় ৩৮.৬৪। সর্বাধিক রানের লড়াইয়ে বাবরের ঠিক পরেই আছেন লিটন কুমার দাস।
চলতি বছর (আজ ১২ অক্টোবর বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ পর্যন্ত) তিন ফরম্যাট মিলিয়ে লিটন দাসের সংগ্রহ ১৫০৭ রান। এর মধ্যে তিনি টেস্টে আট ম্যাচের ১৪ ইনিংসে ৪৭.০৭ গড়ে ৬৫৯ রান করেছেন। ১০ ওয়ানডের ১০ ইনিংসে ব্যাট করে করেছেন ৫০০ রান। গড় স্রেফ অসাধারণ- ৬২.৫০! তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেই লিটন একটু পিছিয়ে আছেন। ১৩ ম্যাচে ৩৪৮ রান করেছেন ২৬.৭৬ গড়ে। এখন পর্যন্ত চলতি বছর টেস্ট আর ওয়ানডেতে চারটি করে এবং টি-টোয়েন্টিতে দুটি ফিফটি করেছেন। সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে একটি আর টেস্টে দুটি।