
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। মূল স্কোয়াডে যুক্ত হতে পারেন স্ট্যান্ডবাই থাকা সৌম্য সরকার ও শরিফুল ইসলাম। এই দুজনকে জায়গা করে দিতে সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও এবাদতের মধ্যে যেকোনো দুজনকে বাদ পড়তে হতে পারে। খবর ক্রিকবাজের।





বুধবার (১২ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন ডোনাল্ড। তিনি বলেন, ‘আমার মনে হয় বিশ্বকাপ দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই দলের সঙ্গে অতিরিক্ত দুজন এনেছি। পরিবর্তন করার সময়ও আমাদের আছে। সেই জন্য আমরা অস্ট্রেলিয়ায় যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সময় পাব।’





আইসিসির বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী ১৪ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে পারবে দলগুলো। বাংলাদেশও এরই মধ্যে পরিবর্তিত দল ঘোষণা করতে পারে। কে কে স্থান পাবেন ১৫ সদস্যের মূল দলে? অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেট বিবেচনায় সৌম্য সরকার অন্যতম এক নাম। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই ১৭ বলে ২৩ রানের এক ইনিংস খেলেছেন তিনি।





পেসারদের মধ্যে ভালো করছেন শরিফুল ইসলাম। সে ক্ষেত্রে বাদ যেতে পারেন সাইফউদ্দিন কিংবা এবাদত হোসেন।
পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ওপেনিং জুটিতেও পরিবর্তন আসবে বলে আভাস দিয়েছেন ডোনাল্ড। তিনি বলেন, ‘খেলোয়াড়ি জীবনে নতুন বলে ওপেনিংয়ের ক্ষেত্রে অনেক ম্যাচআপ ব্যবহার করেছি আমরা। ওপরের সারির চার ব্যাটারকে অনেক অদলবদল করেছি। এখন শ্রীরাম অনেক কম্বিনেশন দেখছে। যেখানে তাকে নিখুঁত হতে হবে। বিশেষ করে আগামীকাল শেষবারের মতো দেখবে তার কি করা উচিত, এই কাজের জন্য সঠিক লোক খুঁজে বের করার জন্য।’
ডোনাল্ড যোগ করেন, ‘আমি নিশ্চিত, এরই মধ্যে সে সঠিক জুটি খুঁজে পেয়েছে। অনেকের প্রশ্ন, কতদিন এভাবে চলবে? কিন্তু সমাধান বের করার জন্য আপনাকে এই পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবেই। শ্রীরামের সেই জায়গায় পৌঁছে যাওয়ার কথা।’