টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশে বাংলাদেশী

InCollage 20221012 192708099

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ নির্বাচন করেছে ভারতের ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট স্পোর্টসকিডা।

ভারতের বেঙ্গালুরু থেকে প্রকাশিত এই ওয়েবসাইটটি ক্রিকেটারদের অতীতের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ নির্বাচন করে বুধবার সকাল ১০.৫৪ মিনিটে স্পোর্টসকিডার অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তাদের সেই বাছাইকৃত একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন দলটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি এবং সাবেক তারকা পেসার উমর গুল।

ভারতীয় এই ওয়েবসাইটের টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশে সুযোগ পেয়েছেন দলটির সাবেক ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

শ্রীলংকা থেকে সুযোগ পেয়েছেন সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে ও লাসিথ মালিঙ্গা।

ওয়েস্ট ইন্ডিজ থেকে সুযোগ পেয়েছেন ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস।

দক্ষিণ আফ্রিকা থেকে সুযোগ পেয়েছেন সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও পেসার ডেল স্টেইন।

ভারতীয় এই ওয়েবসাইটের টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশে সুযোগ হয়নি সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার। সুযোগ পাননি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারও।

You May Also Like