নারী ক্রিকেটের হাস্যকর ফিল্ডিংয়ের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে (ভিডিও)

প্রতিপক্ষ ব্যাটারের শটে বল চলে এসেছে সীমানা দড়ির কাছে। দৌড়ে এসে ডাইভ দিয়ে অসামান্য দক্ষতায় সেটি আটকালেন একজন ফিল্ডার। বল ভেতরে থাকলেও ফিল্ডার নিজে চলে এলেন সীমানার বাইরে।

নিশ্চিত বাউন্ডারি বাঁচালেন দারুণ দক্ষফতা। কিন্তু এর পরই হাস্যকর এক ভুল করে ফেললেন মালয়েশিয়ার ডানহাতি পেসার আয়েশা এলিসা।

ওই সময় বলটি ধরতে ছুটে আসেন আয়েশার সতীর্থ ডানহাতি ব্যাটার এলসা হান্টার। তিনি বলটি নিয়ে কিপারের কাছে পাঠালেই ঝামেলা চুকে যায়। কিন্তু সীমানা দড়ির বাইরে থাকা অবস্থায় বলটি ধরে এলসাকে দিতে গেলেন আয়েশা! সতীর্থের কাণ্ড দেখে এলসা হান্টার হতবাক! আর আয়েশার অভিব্যক্তি দেখে বোঝা গেল, তিনিও ভুলটি বুঝতে পেরেছেন।

অসাধারণ ডাইভে বাঁচানো বাউন্ডারিটি শেষ পর্যন্ত আর রক্ষা করা গেল না! হাস্যকর ফিল্ডিংয়ের এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

বাংলাদশে চলমান মেয়েদের এশিয়া কাপে অংশ নিয়েছে মালয়েশিয়া। ৬ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি। আর এই ভিডিওটিও এই টুর্নামেন্টের কোনো একটা ম্যাচেরই হবে!

দেখুন ভিডিওটি…

 

You May Also Like