বাংলাদেশ দলের অনেক উন্নতি হয়েছে; বলছেন : শ্রীধরন শ্রীরাম

khelaprotidin.com 2022 10 12T011455.054

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার আগে নিউজিল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ দল। দলের সঙ্গে থাকা টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেছেন দলের অনেক উন্নতি হয়েছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় শ্রীরাম বলেন, দলের অনেক উন্নতি হয়েছে। আমাদের মিডল অর্ডার অনেক উন্নতি দেখিয়েছে। রাব্বি (ইয়াসির) যেভাবে হারিস রউফের সামনে সেদিন খেলেছেন, ট্রেন্ট বোল্টকে যেভাবে খেলেছেন নুরুল, এসব অবশ্যই ইতিবাচক ইঙ্গিত। তারা বিশ্বের সেরা বোলারদের মধ্যে আছে। তাদের বিপক্ষে এমন খেলে অনেক আত্মবিশ্বাস পাওয়া উচিত।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তিনি আরও বলেন, পেস বোলাররা এখন আরও ভালোভাবে পরিকল্পনার বাস্তবায়ন করতে পারছেন। তাসকিন প্রথম ম্যাচে যেভাবে বোলিং করেছে, শরিফুল দ্বিতীয় ম্যাচে দলে এসে ফিন অ্যালেনের বিপক্ষে হার্ড লেংথে বল করেছে, চোট কাটিয়ে ফিরে হাসান যেভাবে বল করেছে দুই ম্যাচে, এসব ইতিবাচক দিক।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

দলের পেস আক্রমণ নিয়ে শ্রীরাম বলেন, মোস্তাফিজুর রহমান দুয়েকটি ব্যাপার নিয়ে কাজ করছে। সে শক্তভাবেই ঘুরে দাঁড়াবে। এবাদত হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনও সুযোগ পাবে।

তিনি আরও বলেন, শান্ত দলে ফিরে যেভাবে খেলেছে, তা দেখাটা উৎসাহব্যঞ্জক। যদিও সে ৩০ রানে আউট হয়ে গেছে, তারপরও যেভাবে বোল্ট ও সাউদির সামনে ব্যাট করেছে, ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে নিশ্চিতভাবে। সাকিব ফেরায় মিডল অর্ডার দারুণ শক্তিশালী হয়েছে। আফিফ ও লিটন যদি মেলে ধরতে পারে নিজেদের, আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত হয়ে উঠবে।

You May Also Like