khelaprotidin.com 2022 10 11T184954.197

মাত্র পাওয়া : যে তিন বাংলাদেশী ক্রিকেটারকে প্রশংসা করলেন শ্রীরাম

বাংলাদেশ ক্রিকেট দল চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছে চরম ভাবে। তবে বিশ্বকাপের আগে এই সিরিজে আরও দুই ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজে এখনো কোন ভাল ফলাফল না আসলেও অনেক পজিটিভ দিক খুঁজে পেয়েছেন টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আজ বিসিবির এক ভিডিও বার্তায় দলের শক্তির দিক এবং পজিটিভ বিষয়গুলো তুলে ধরেন এই ভারতীয় কোচ। এসময় তিনি নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলীদের ব্যাটিংয়ের প্রশংসা করেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

v
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হার নিশ্চিত হওয়ার পর ইয়াসির আলি চৌধুরি সাতে নেমে ২১ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পর শেষ দিকে নুরুল হাসান সোহান ২ ছক্কায় করেন ১৭ বলে অপরাজিত ২৫।
দুজনের কথা উল্লেখ করে শ্রীরাম বলেন, “উন্নতি অনেক হয়েছে। আমাদের মিডল অর্ডার অনেক উন্নতি দেখিয়েছে। রাব্বি (ইয়াসির) যেভাবে হারিস রউফের সামনে সেদিন খেলেছেন, ট্রেন্ট বোল্টকে যেভাবে খেলেছেন নুরুল, এসব অবশ্যই ইতিবাচক ইঙ্গিত। তার বিশ্বের সেরা বোলারদের মধ্যে আছে। তাদের বিপক্ষে এমন খেলে অনেক আত্মবিশ্বাস পাওয়া উচিত।”

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

শ্রীরাম মুগ্ধতার ছবি খুঁজে পেয়েছেন নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে একাদশে ফিরে ২৯ বলে ৩৩ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে খুব আদর্শ নয় এমন ব্যাটিং। তবে তিনিই ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার।

“শান্ত দলে ফিরে যেভাবে খেলেছে, তা দেখাটা উৎসাহব্যঞ্জক। যদিও সে ৩০ রানে আউট হয়ে গেছে, তার পরও যেভাবে বোল্ট ও সাউদির সামনে ব্যাট করেছে, ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে নিশ্চিতভাবে।”

এছাড়াও সাকিব ফেরায় মিডল অর্ডার শক্তিশালী হয়ে গেছে বলেন মনে করছেন শ্রীরাম। তিনি বলেন “সাকিব ফেরায় মিডল অর্ডার দারুণ শক্তিশালি হয়ে গেছে। আফিফ ও লিটন যদি মেলে ধরতে পারে নিজেদের, আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত হয়ে উঠবে।”