
নিউজিল্যান্ডে বাংলাদেশি ক্রিকেটারদের ঘুরে বেড়ানোর একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। দলের ভরাডুবির মধ্যে সাকিব-তাসকিনদের খোশমেজাজে থাকা নিয়ে অনেকেই সমালোচনা করছেন। এ বিষয়ে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।





টানা খেলার পর সোমবার (১০ অক্টোবর) একদিনের ছুটি মিলে বাংলাদেশ দলের। আর সেই সুযোগেই ক্রাইস্টচার্চে ঘুরতে বের হন ক্রিকেটাররা। সেই ছবি পরে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন পেসার তাসকিন আহমেদ।
ছবিতে তাসকিন ছাড়াও অধিনায়ক সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন এবং ইয়াসির আলি চৌধুরীকে দেখা গেছে। ক্রাইস্টচার্চের প্রকৃতির মাঝে তাদের ঘুরে বেড়াতে দেখা যায়। ছবি শেয়ার করে ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘পেছনে ফিরে তাকালে শুধুই আফসোস হয়। সামনের দিকে তাকালে তবেই নতুন সুযোগ আসে।’





এদিকে, ছবিটি ছড়িয়ে পড়তেই মুখ খুলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ফেসবুকে একটি পোস্টের কমেন্ট বক্সে সাবেক এ অধিনায়ক মন্তব্য করেন, ‘সবাই একসাথে কোথাও যদি ঘুরতে বা খেতে যায় সেটা এই সব মুহূর্তে আরও ভালো কাজ করে। যদি সাকিব এটা করে থাকে তাহলে ওকে আরও সাধুবাদ দেয়া উচিত। সমস্যা আমাদের কারণ ঘরের ছেলে রেজাল্ট খারাপ করলে বই নিয়ে টেবিলে বসে থাকতে হবে আসলে সে পড়ছে কিনা সেটার খেয়াল নাই।’





আরও বলেন, ‘খেলাধুলা অনেকটাই মনের সুস্থতার উপর নির্ভর করে তাই সেটা ঠিক করা সবার আগে জরুরী। ওদেরকে ওদের মতো করেই কাজ করতে দিলে ভালো, কারণ ওদের বিকল্পও শুধু ওরা।’
টানা দুই হারে এমনিতেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ব্যাকফুটে বাংলাদেশ। তাছাড়া অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ডের সমান জয়ে বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনাও অনেকটা ফিকে হয়ে গেছে। আশা টিকিয়ে রাখতে বাকি থাকা দুই ম্যাচে শুধু জয় পেলেই হবে না, সঙ্গে রানরেটও বাড়াতে হবে।