পারফরম্যান্স জঘন্য হলেও ব্যাটিংয়ে ‘ উন্নতি’ দেখছেন শ্রীরাম!

InCollage 20221011 174312146

বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে এমনিতেই সমালোচনার মুখে আছে বিসিবি। তার ওপর পরীক্ষা-নিরীক্ষা ব্যর্থ হতে যাচ্ছে। দলের পারফরম্যান্স অতি জঘন্য। সবচেয়ে শোচনীয় অবস্থা ব্যাটিংয়ের।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

কোনোভাবেই যেন বাংলাদেশের ব্যাটাররা নিজেদের মাঝে টি-টোয়েন্টি মানসিকতা আনতে পারছেন না। কিন্তু টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম যেন এটা মানতেই রাজি নন। তার মতে দলের ব্যাটিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে!
শ্রীরাম দায়িত্ব নেওয়ার পর এশিয়া কাপে দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় বাংলাদেশ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এরপর আরব আমিরাতের মতো দুর্বল দলের বিপক্ষে কোনোমতে ধুঁকে ধুঁকে সিরিজ জিতে। চলতি ত্রিদেশীয় সিরিজের মঞ্চে আবার পরাজয় শুরু। এখন পর্যন্ত দুই ম্যাচই হেরেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচও যে হারবে, তা বলে দেওয়া যায়। চলতি সিরিজে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ থেকেই প্রাপ্তির অনেক উপকরণ পেয়েছেন শ্রীরাম।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় শ্রীরাম বলেন, ‘উন্নতি অনেক হয়েছে। আমাদের মিডল অর্ডার অনেক উন্নতি দেখিয়েছে। রাব্বি (ইয়াসির) যেভাবে হারিস রউফের সামনে সেদিন খেলেছেন, ট্রেন্ট বোল্টকে যেভাবে খেলেছেন নুরুল, এসব অবশ্যই ইতিবাচক ইঙ্গিত। তারা বিশ্বের সেরা বোলারদের মধ্যে আছে। তাদের বিপক্ষে এমন খেলে অনেক আত্মবিশ্বাস পাওয়া উচিত। ’

বোলারদের পারফরম্যান্স নিয়ে শ্রীরাম বলেন, ‘পেস বোলাররা এখন আরো ভালোভাবে পরিকল্পনার বাস্তবায়ন করতে পারছে। তাসকিন প্রথম ম্যাচে যেভাবে বোলিং করেছে, শরিফুল দ্বিতীয় ম্যাচে দলে এসে ফিন অ্যালেনের বিপক্ষে হার্ড লেংথে বল করেছে, চোট কাটিয়ে ফিরে হাসান যেভাবে বল করেছে দুই ম্যাচে, এসব ইতিবাচক দিক। ফিজ (মুস্তাফিজ) দু-একটি ব্যাপার নিয়ে কাজ করছে। সে শক্তভাবেই ঘুরে দাঁড়াবে। ইবাদত ও সাইফও তাদের সুযোগ পাবে। ’

You May Also Like