
ফুটবল ইতিহাসের সেরা কে? এমন প্রশ্নে বিভক্ত গোটা বিশ্ব। কারো মতে সেরা ব্রাজিলের কিংবদন্তি পেলে তো কারও কতে এগিয়ে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। বর্তমানে সেখানে যুক্ত হয়েছে হালের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর নামও!





ফিফা কর্তৃক স্বীকৃত ইতিহাসের সেরা ফুটবলার ব্রাজিলের পক্ষে তিনবারের বিশ্বকাপজয়ী পেলে। কিন্তু অনেকেই ম্যারাডোনা কিংবা মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবেই মূল্যায়ন করে থাকে।
সম্প্রতি ব্রিটিশ ম্যাগাজিন ফোরফোরটু ইতিহাসের সেরা ফুটবলারের তালিকা তৈরি করেছে এবং সেখানে সবার উপরে রাখা হয়েছে লিওনেল মেসির নামটি।
লিওনেল মেসির পরের স্থানে জায়গা পেয়েছেন তারই স্বদেশী দিয়েগো ম্যারাডোনা। তিনে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চার নম্বরে আছেন পেলে। পাঁচে আছেন জিদান।
এক নজরে ফোরফোরটু কর্তৃক প্রকাশিত সেরা ফুটবলারের তালিকা
লিওনেল মেসি
দিয়েগো ম্যারাডোনা
ক্রিস্টিয়ানো রোনালদো
পেলে
জিনেদিন জিদান
ইয়োহান ক্রুইফ
জর্জ বেস্ট
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
ফেরেঙ্কে পুসকাস
রোনালদো লিমা