আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবেন কোন চ্যানেলে

InCollage 20221010 190608821

অস্ট্রেলিয়ার মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৬ অক্টোবর থেকে। শুরুর দিন থেকেই বিশ্বের সব প্রান্ত থেকে সরাসরি দেখা যাবে খেলা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্ম র‍্যাবিটহোল।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান সম্প্রচার চ্যানেলের মধ্যে রয়েছে স্টার নেটওয়ার্ক, স্কাই স্পোর্টস, ফক্স স্পোর্টস, ইএসপিএন, পিটিভি এবং টাইমস ইন্টারনেট। আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের সব ম্যাচই সরাসরি দেখা যাবে বাংলাদেশের জিটিভি চ্যানেলটিতে।

দেখে নিন কোন দেশের কোন চ্যানেলে দেখা যাবে খেলা-

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ভারত- স্টার নেটওয়ার্ক, ডিজনি+ হটস্টার
নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ- স্টার নেটওয়ার্ক
পাকিস্তান- পিটিভি এবং এআরওয়াই ডিজিটাল নেটওয়ার্ক
বাংলাদেশ- গাজী টিভি, র‍্যাবিটহোলবিডি
কানাডা- টাইমস ইন্টারনেট (উইলো), হটস্টার
ইউএসএ- টাইমস ইন্টারনেট (উইলো), ইএসপিএন+
মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং মেক্সিকো- ইএসপিএন+ ক্যারিবিয়ান- ইএসপিএন, ইএসপিএন

যুক্তরাজ্য- স্কাই স্পোর্টস, স্কাই স্পোর্টস
সাব সাহারান আফ্রিকা- সুপারস্পোর্ট, সুপারস্পোর্ট
সিঙ্গাপুর- স্টারহাব, স্টারহাব
মালয়েশিয়া- অ্যাস্ট্রো, ইয়াপ টিভি
হংকং- নাও টিভি, ইয়াপ টিভি
অস্ট্রেলিয়া- ফক্স স্পোর্টস, কায়ো
নিউজিল্যান্ড- স্কাই স্পোর্ট, স্কাই স্পোর্ট
পিএনজি, ফিজি ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ- পিএনজি ডিজিসেল

You May Also Like