
কোন প্রচেষ্টায় সফল হচ্ছেনা বাংলার টাইগাররা।হারের পর হার দিয়েই ক্রিকেট ইতিহাসটাকে আরো কলংকিত করছে। কলংকিত হচ্ছে দেশের নামও।ত্রিদেশীয় সিরিজের ৫ম ম্যাচে আবারো নামছে হারতে হারতে ক্লান্ত টাইগাররা।এবারের প্রতিপক্ষ সেই নিউজিল্যান্ড।যাদের সাথে আগের ম্যাচেই বাজে ভাবে হেরেছিল।





ভয় ঢড়হীন ক্রিকেট খেলার প্রত্যাশা নিয়ে শুরু করেছিল নতুন দিনের টি-টোয়েন্টি ফরম্যাট।কিন্তু সেকথা শুধু কথার ডায়লগেই সীমাবদ্ধ। মাঠের পারফর্মেন্সে যাচ্ছে তাই অবস্থা। কোন ইকুয়েশনই দলকে জয়ের ধারায় ফেরাতে পারছেনা।প্রতি ম্যাচেই দুর্বলতার প্রতিচ্ছবিই ভেসে উঠে বেশির ভাগ সময়।





টি–টোয়েন্টি চার–ছক্কার খেলা। এখানে ধুম–ধারাক্কা মারমুখী ব্যাটিং করতে হয়। টি–টোয়েন্টির এ মন্ত্রটা বাংলাদেশের ব্যাটসম্যানরা জানেন। আর জানেন বলেই শুরু থেকে নিউজিল্যান্ডের বোলারদের মারার চেষ্টাও করেছেন মিরাজ, লিটন, আফিফ হোসেনরা। কিন্তু সেই চেষ্টায় তারা শেষ পর্যন্ত সফল হতে পারেননি। ব্যার্থতাকে কাটিয়ে উঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে যেখানে জয়ের কোন বিকল্প নেই , সেখানেই আবারো দেখা হচ্ছে কঠিন প্রতিপক্ষে কিউইদের বিপক্ষে।





একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও ব্যাটিং পজিশনের হতে পারে বড় রদবদল। শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে লোয়ার অর্ডারে ব্যাটিং করেছিলেন সাকিব আল হাসান, যেখানে তাকে নিয়মিত দেখা মেলে তৃতীয় কিংবা চতুর্থ পজিশনে। লিটনের পজিশন উঠে আসতে পারে ওপেনিং এ। বোলিং বিভাগে পরিবর্তন না হবার সম্ভাবনাই বেশী। মুস্তাফিজের অফ ফর্মে একাদশে আবারো জায়গা করে নিয়েছে শরিফুল।
উল্ল্যেখ্য, আগামী ১২ তারিখ বাংলাদেশ সময়ে সকালে ৮ টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।যদি শেষ ম্যাচে বাংলাদেশ বনাম কিউইদের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ১২.১০ মিনিটে। এই ম্যাচে হারলেই ত্রিদেশীয় কাপের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হবে বাংলাদেশের।