চলুন একনজরে দেখেনিই ২০২২ বিশ্বকাপের ১৬ দলের চূড়ান্ত স্কোয়াড

আগামী ১৬ অক্টোবর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সবার আগে স্কোয়াড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। একদম শেষে দল ঘোষণা করে স্কটল্যান্ড। আইসিসির বেঁধে দেয়া সময়ের মাঝে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে থাকায় বাংলাদেশসহ আটটি দল এবার সরাসরি সুপার টুয়েলভে খেলবে। বাকি আটটি দলকে খেলতে হবে বিশ্বকাপের প্রথম পর্ব। যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। তারপর প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল সুপার টুয়েলভে বাকি আট দলের সঙ্গে যোগ দেবে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ দলের স্কোয়াড-
প্রথম রাউন্ড (গ্রুপ এ)-
শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চমিকা করুণারত্নে, দুশমান্থ চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা এবং প্রমোদ মাদুশান।
স্ট্যান্ডবাই: আসেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো এবং নুওয়ানিদু ফার্নান্দো।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্যান বেক, টম কুপার, ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিডে, পল ভ্যান মিকেরেন, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, বিক্রম সিং এবং টিম প্রিংলে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নামিবিয়া স্কোয়াড: গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ডেভিড ভিসে, জেজে স্মিত, ডিভান লা কক, স্টিফেন বার্ড, নিকোল লোফটি ইটন, জ্যান ফ্রাইলিঙ্ক, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন, বার্নার্ড স্কোল্টজ, টাঙ্গেনি লুঙ্গামেনি, মাইকেল ভ্যান লিংজেন, বেন শিকঙ্গো, কার্ল বার্কেনস্টক , লোহান লউরেন্স এবং হেলাও ইয়া ফ্রান্স।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সংযুক্ত আরব-আমিরাত স্কোয়াড: সিপি রিজওয়ান (অধিনায়ক), বৃত্ত অরবিন্দ (সহ-অধিনায়ক), চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দাউদ, কার্তিক মেইয়াপ্পান, আহমেদ রাজা, জহুর খান, জুনায়েদ সিদ্দিক, সাবির আলি, আলিশান শরাফু ও আয়ান খান।
রিজার্ভ: সুলতান আহমেদ, ফাহাদ নওয়াজ, বিষ্ণু সুকুমারন, আদিত্য শেঠি এবং সঞ্চিত শর্মা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

প্রথম রাউন্ড (গ্রুপ বি)
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, ইয়ানিক ক্যারিয়াহ, জনসন চার্লস, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, রেমন রেইফার এবং ওডেন স্মিথ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

জিম্বাবুয়ে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, তেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, শন উইলিয়ামস এবং মিল্টন শুম্বা।
রিজার্ভ: তানাকা চিভাঙ্গা, ইনোসেন্ট কাইয়া, কেভিন কাসুজা, তাদিওয়ানাশে মারুমনি এবং ভিক্টর এনাউচি।

আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং (সহ-অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, লরকান টাকার (উইকেটকিপার), স্টিফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, সিমি সিং, হ্যারি টেকটর এবং ক্রেইগ ইয়াং।

স্কটল্যান্ড স্কোয়াড:
রিচার্ড বেরিংটন (অধিনায়ক), জর্জ মুনসি, মাইকেল লিস্ক, ব্র্যাডলি হুইল, ক্রিস সোল, ক্রিস গ্রিভস, সাফিয়ান শরিফ, জশ ডেভি, ম্যাথু ক্রস, ক্যালাম ম্যাকলিওড, হামজা তাহির, মার্ক ওয়াট, ক্রেগ ওয়ালেস, ব্র্যান্ডন ম্যাকমুলেন এবং মাইকেল জোন্স।

সুপার টুয়েলভ (গ্রুপ এ)
অস্ট্রেলিয়া স্কোয়াড:অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

আফগানিস্তান স্কোয়াড: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, নাজিবউল্লাহ জাদরান (সহ অধিনায়ক), কায়েস আহমেদ, উসমান গনি, মোহাম্মদ নবি (অধিনায়ক), মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, সেলিম সাফি, রাশিদ খান, ফজল হক ফারুকি, নাভিন উল হক এবং ফরিদ আহমেদ মালিক।
স্ট্যান্ড বাই- আফসার জাজাই, শরফুদ্দিন আশরাফ, গুলবেদিন নাইব ও রহমত শাহ।

ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, ক্রিস ওকস এবং মার্ক উড।
স্ট্যান্ড বাই- লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, টাইমাল মিলস

নিউজিল্যান্ড স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, লুকি ফার্গুসন, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট এবং ফিন অ্যালেন।

সুপার টুয়েলভ (গ্রুপ বি)
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।
স্ট্যান্ড বাই- শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার।

ভারত স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), ভিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব, দীপক হুদা, রিশাব পান্ট (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, আক্সার প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হারশাল প্যাটেল ও আর্শদ্বীপ সিং।
স্ট্যান্ড বাই- মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণয় ও দীপক চাহার।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন, রেজা হেনড্রিক্স, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ওয়েইন পারনেল, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাব্রাইজ শামসি এবং ট্রিস্টান স্টাবস।
স্ট্যান্ড বাই- বিজর্ন ফর্টুইন, মার্কো জানসেন এবং আন্দিলে ফেলুকওয়ায়ো।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আসিফ আলি হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ এবং উসমান কাদির।
স্ট্যান্ড বাই- ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনওয়াজ দাহানি।