
গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ঠিক আগের দিন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দীর্ঘদিনের জন্য অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। মূলত তার সেই ঘোষণা ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তার অবসর নেওয়া। বাংলাদেশ টি-টোয়েন্টি দলে তার জায়গা এখনো ফাঁকা রয়েছে।





যেখানে তারা অবসর নেওয়ার পর বর্তমানে বাংলাদেশে দলে থাকা সকল ওপেনার ব্যাটসম্যানকে দিয়েই জাতীয় দলের পরীক্ষা করিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু কেউই এখনো ওপেনিংয়ে স্থায়ী হতে পারেনি।





সর্বশেষ উপায় না পেয়ে দুই মিডিল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান এবং মেহেদী হাসান মিরাজকে দিয়ে ওপেন করাচ্ছে টিম ম্যানেজমেন্ট। এখন পর্যন্ত মেহেদী হাসান মিরাজ টুকটাক ভালো খেললেও
প্রত্যাশা অনুযায়ী একদমই পারফরম্যান্স করতে পারেনি সাব্বির রহমান। সর্বশেষ সুযোগ পাওয়া চার ম্যাচের মধ্যে মাত্র ৩২ রান করেছেন তিনি। ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল মনে করেন জেনুইন ওপেনার দিয়েই ব্যাটিং করানো উচিত।





লিটনের সঙ্গে বিশেষজ্ঞ ওপেনারকেই দেখতে চান তিনি। গতকাল ঢাকায় একটি হোটেলে অনুষ্ঠানের তামিম বলেন, “আমার কাছে মনে হয়, যারা নিয়মিত ওপেন করে, তাদেরই ওপেন করা উচিত।”
তবে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্তকে একেবারে উড়িয়ে দেননি তিনি, “এটাকে আমি ভুল বলতে পারব না। ধরেন রোহিত শর্মা, সে কিন্তু ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার।
রোহিত তো পাঁচ-ছয়ে ব্যাট করত। এখন ওপেন করে তার ২৫টা সেঞ্চুরি। তাই আমি কাউকে দিয়ে হবে না বলে দিতে পারি না। তাদের সময় দিন।”