
ম্যাচ শেষে বাবর আজম বলেন আমি খুব খুশি, জেতা আমাদের অনেক আত্মবিশ্বাস দেয়, আমরা শুরু করেছি এবং ভালোভাবে শেষ করেছি। ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা খুশি, আমাদের পরিকল্পনা ছিল ব্যাটিং পিপিতে প্রায় ৫০ রান তোলা।





শান (মাসুদ) এবং রিজওয়ান ভালো ব্যাটিং করেছে, সে শেষ পর্যন্ত থেকেছে এবং আমাদের ভালো স্কোরে নিয়ে গেছে। বাতাস একটি ফ্যাক্টর ছিল এবং বোলাররা এটিকে ভাল প্রভাব ফেলেছিল। প্রতিটি ম্যাচই বড় খেলা,





আমরা ভালো দলের বিপক্ষে খেলার সুযোগের অপেক্ষায় থাকব। বাবর আজমের এই কথায় ক্ষেপেছে বাংলার ক্রিকেট প্রেমি জনতা । বাবর আজম তার শেষ কথায় বলেছেন আমরা ভালো দলের বিপক্ষে খেলার সুযোগের অপেক্ষায় থাকব । তার এই কথাটি কনো ভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেট প্রেমি জনতা।
বলছে এই কথার মাধ্যমে বাবর আজম বাংলাদেশকে চরম ভাবে অপমান করেছে। বাংলাদেশ কখনোই ছোট দল নয় । বাংলাদেশ ক্রিকেটে এখন অনেক উন্নতি করেছে।ছোট দলই যদি হবে তাহলে বিশ্বকাপে কিভাবে জায়গা পেল এবং গত এশিয়া কাপে তাদেরকে আমরা অনেক ব্যবধানে হাড়িয়েছি কিভাবে।