
এবার ওপেনার মেহেদি মিরাজ ও সাব্বির রহমানের জুটি চতুর্থ পরীক্ষায়ও ফেল করেছে। এশিয়া কাপ, আমিরাত সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে ১৬৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানের জুটি দিয়েই সাজঘরে ফিরেছেন তারা। ওপেনে নেমে শাহনেওয়াজ দাহানির১ম ওভারে ২ রান করে মেহেদি মিরাজ ও সাব্বির রহমানের জুটি। ২য় ওভারে আসে ৯ রান। ৩য় ওভারে তারা নেয় ৫ রান। ৪র্থ ওভারে মিরাজের এক ছক্কায় আসে ৮ রান। ৫ম ওভারের ২য় বলে মোহাম্মদ ওয়াসিম তুলে নেন মিরাজের উইকেট।





তখন বাংলাদেশের সংগ্রহ করে ১ উইকেটে ২৫ রান।১০ বলে ১১ করে ফেরে মিরাজ। ব্যাটে আসে লিটন। ৬.৫ ওভারে বলে ১৮ বলে ১৪ রান করে হারিস রউফ শিকার হন ছাব্বির।ব্যাটে আসে আফিফ।৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৫৪ রানে ২ উইকেট। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৬৪ রানে ২ উইকেট।১১ তম ওভারে দুই চারে আসে ১০ রান।১১২ তম ওভারে লিটনের ছক্কায় আসে ১০ রান।১২.২ ওভারে ২৬ বলে ৩৫ রান করে মোহাম্মদ নওয়াজের শিকার হয়ে ফেরেন লিটন।ব্যাটে আসে মোসাদ্দেক হোসেন।





ব্যিাটে এসে ডাক মেরে ফেরেন তিনি।ব্যাটে আসে সোহান। ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৯২ রানে ৪ উইকেট। ১৩.৫ ওভারে ২৩ বলে ২৫ রান করে শাহনেওয়াজ দাহানির শিকার হয়ে ফেরেন আফিফ।ব্যাটে আসে ইয়াছির আলি। ১৩.৫ ওভারে ৯ বলে ৮ রান করে সাদাব খানের শিকার হয়ে ফেরেন সোহান।ব্যাটে আসে তাসকিন। ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১০১ রানে ৬ উইকেট।১৮ তম ওভারে উয়াছির আলির ছক্কায় আসে ১০ রান।১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১১৯ রানে ৬ উইকেট।





ব্যিাটে এসে ডাক মেরে ফেরেন তিনি।ব্যাটে আসে সোহান। ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৯২ রানে ৪ উইকেট। ১৩.৫ ওভারে ২৩ বলে ২৫ রান করে শাহনেওয়াজ দাহানির শিকার হয়ে ফেরেন আফিফ।ব্যাটে আসে ইয়াছির আলি। ১৩.৫ ওভারে ৯ বলে ৮ রান করে সাদাব খানের শিকার হয়ে ফেরেন সোহান।ব্যাটে আসে তাসকিন। ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১০১ রানে ৬ উইকেট।১৮ তম ওভারে উয়াছির আলির ছক্কায় আসে ১০ রান।১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১১৯ রানে ৬ উইকেট।





এদিকে ১.২ ও ১৮.৩ ওভারে পরপর ২ উইকেট তুলে নেয় মোহাম্মদ ওয়াসিম। তাসকিন ফেরে ২ রান করে। ব্যাটে আসে নাসুম। ডাক মেরে ফেরেন তিনি।ব্যাটে আসে হাসান মাহমুদ। ১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১২৬ রানে ৮ উইকেট। শেষ ওভারে তান্ডব চালায় ইয়াছির আলি ৩টি ৪ ও ১টি ছক্কায় সেই ওভারে আসে ২০ রান। পরাজয় এড়াতে পারে না বাংলাদেশ।বাংলাদেশ ২১ রানের ব্যবধানে পরাজিত হন।
বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান ম্যাচ শেষে বলেন, ‘আমি চরম হতাশ, উইকেট ভালো ছিল, তবে আমি মনে করি আমাদের কয়েকটি ক্ষেত্রে উন্নতি করতে হবে। বোলাররা ভালো করেছে, তবে আমরা কয়েকটি ক্ষেত্রে পরিবর্তন করতে পারি, কিন্তু তারপর আমরা মাঝখানে অনেক উইকেট হারিয়েছি। লিটন ও আফিফ ভালো ব্যাটিং করেছে, ইয়াসিরও ভালো করেছে, তারা কিছু ইতিবাচক। তাসকিন ভালো বোলিং করেছেন এবং আমাদের জন্য কয়েকটি উইকেট নিয়েছেন।’