
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। মোসাদ্দেক-লিটনকে হারিয়ে চাপে বাংলাদেশ।
মাঝ পথে চাপে বাংলাদেশ
ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার। আফিফ হোসেন ও লিটন দাসও খুব দ্রুত তুলতে পারছেন না। তাতে মাঝ পথে বেশ চাপে বাংলাদেশ।





১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৪। ১৭ বলে ১৭ রান খেলছেন লিটন। ১৪ বলে আফিফের রান ১৬।
জয়ের জন্য শেষ ১০ ওভারে ১০৪ রান চাই বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৪ ওভারে ৯৪/৪ (পাকিস্তান ১৬৭/৫)