টাইগার ভক্তদের বড় শুখবর দিলেন সাকিব আল হাসান

InCollage 20221006 183533855

ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে আগামীকাল হ্যাগলি ওভালে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড ক্রিকেটের এবারের গ্রীষ্ম। একটু আগেভাগেই মৌসুম শুরু হচ্ছে বলে ত্রিদেশীয় সিরাজটা খেলতে হবে তীব্র ঠান্ডার মধ্যে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

খেলা যেমন কন্ডিশনেই হোক, পর্যাপ্ত অনুশীলন করায় বাংলাদেশ দল আত্মবিশ্বাসী—এমনটাই বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে তিনি নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন। অধিনায়ককে ফিরে পেয়ে মিরাজদের আত্মবিশ্বাসটা যেন আরও বেড়ে গেছে। অনুশীলন শেষে মিরাজ বলেছেন, ‘আমাদের অনুশীলন ভালো হয়েছে। যে তিন দিন অনুশীলন করেছি, খুবই ভালো অনুশীলন হয়েছে। যার যতটুকু দরকার, ততটুকুই অনুশীলন করেছি।’
বাংলাদেশ–পাকিস্তান ম্যাচের ভেন্যু হ্যাগলি ওভালে আজ তুষার ঝরেছে। সকালে তাপমাত্রা ছিল ১ ডিগ্রি সেলসিয়াস। নিউজিল্যান্ডের আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল ম্যাচের সময় তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তীব্র এই ঠান্ডার বিষয়টিও উঠে এসেছে মিরাজের কথায়, ‘খুব বেশি ঠান্ডার কারণে অনুশীলন সেশন সহজ ছিল না। তারপরও সবাই খুব ভালো মানিয়ে নিয়েছে। এটা দলের জন্য খুব ইতিবাচক।’ ত্রিদেশীয় সিরিজ শেষ করেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবে বাংলাদেশ দল। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই শেষ সিরিজ। এই সিরিজে সাকিবকে পেয়ে চনমনে হয়ে উঠেছে পুরো বাংলাদেশ দলই।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

মিরাজ বলেছেন, ‘সাকিব ভাই আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন। এটা বড় একটা সুবিধা। ওনাকে ছাড়া সর্বশেষ সিরিজ খেলেছি। এখন দল পরিপূর্ণ হয়েছে। সবাই একসঙ্গে অনুশীলন করে মাঠে নামতে পারব।’ বিশ্বকাপের আগে শেষ সিরিজ হওয়ায় এখানে ভালো করে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে চান মিরাজরা। এ প্রসঙ্গে বাংলাদেশের অফ স্পিনার বলেছেন, ‘বিশ্বকাপের আগে এমন একটা ত্রিদেশীয় সিরিজ আমাদের দলকে উজ্জীবিত করবে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

পাকিস্তান বিশ্বকাপে ভালো খেলেছে, এশিয়া কাপেও ভালো খেলেছে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে খেলব। বড় দুটি দলের বিপক্ষে খেলব, এখানে ভালো খেলতে পারলে আত্মবিশ্বাস বাড়বে।’

মিরাজ কথা বলেছেন নিজের নতুন ভূমিকা ওপেনিংয়ে ব্যাট করতে নামা নিয়েও, ‘যেহেতু ওপেনিংয়ে একটা সুযোগ পেয়েছি, চেষ্টা করছি ভালো খেলার জন্য। উপভোগও করছি। সবাই আমাকে সমর্থন দিচ্ছে। সবাই আমাকে নিয়ে আত্মবিশ্বাসী, আমি নিজেও অনেক আত্মবিশ্বাসী।’

You May Also Like