ত্রিদেশীয় সিরিজে ওপেনিংয়ে শান্ত নাকি লিটন; চুরান্ত সিদ্ধান্ত জানালো বিসিবি

InCollage 20221006 151914136

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির শেষ সুযোগ বাংলাদেশের সামনে। শুক্রবার (৭ অক্টোবর) ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। সিরিজ জয় লক্ষ্য নয় এবার, বরং টাইগারদের সেরা টিম কম্বিনেশন খুঁজে পাওয়াটাই অগ্রাধিকার পাচ্ছে এই সিরিজে। এমনটাই জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

টি-টয়েন্টি বিশ্বকাপ দোরগোড়ায়। এমন সময়ে কঠিন প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ডের মুখোমুখি হতে পেতে খুশি টাইগাররা। আর কিউই কন্ডিশনে খেলে বিশ্বকাপের ভেন্যু অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে বলে মনে করেন জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন। গতকাল (৫ অক্টোবর) ঢাকায় ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময়ে তিনি আরও জানান, বিশ্বকাপে এবার নিউজিল্যান্ড ও পাকিস্তনের সামর্থ্য রয়েছে শিরোপা জেতার।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বাশার বলেন, ‘একটা ভালো সুবিধা যে কন্ডিশন কিছুটা একই পেয়েছি আমরা। আমাদের যাদের সঙ্গে খেলা হচ্ছে কঠিন প্রতিপক্ষ। দুদল নিউজিল্যান্ড এবং পাকিস্তানের হয়তো এই বিশ্বকাপ জেতার অনেক বড় সুযোগ আছে। একটা ভালো সিরিজ খেলেই কিন্তু আমরা বিশ্বকাপে যাচ্ছি। প্রস্তুতিটা কিন্তু খুব ভালো হবে। আশা করছি, আমরা ভালো খেলব, যদি ভালো খেলতে পারি সেটা বিশ্বকাপে হেল্প করবে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এশিয়া কাপ থেকেই বাংলাদেশ ওপেনিং পজিশনে খুঁজছে ভিন্ন সমাধান। নিয়মিত ওপেনারে সমস্যা সমাধান না হওয়ায় সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে মেইকশিফট ওপেনার হিসেবে নামিয়ে সমাধান খুঁজতে চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। তাতে মিরাজ আশা দেখালেও সাব্বির পারেননি জ্বলে উঠতে। ত্রিদেশীয় সিরিজে সম্ভাব্য সেরা কম্বিনেশন খুঁজে পেতে এই জায়গায় চলতে পারে আরও পরীক্ষা-নিরীক্ষা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

টাইগারদের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমাদের শান্ত (নাজমুল হোসেন) আছে ওপেনার হিসেবে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট সবার আগে আমাদের সর্বোচ্চটা তৈরি করে ফেলবে এ সিরিজে যে বিশ্বকাপে আমরা কাদের নিয়ে খেলব। বিশ্বকাপে গিয়ে কিন্তু দেখার সুযোগ থাকবে না। এখানে হয়তো টিম ম্যানেজমেন্ট আরেকটা কম্বিনেশন চিন্তা করতে পারেন।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সেই সঙ্গে তিনি এটাও নিশ্চিত করেছেন যে, এই সিরিজে যারা খেলবেন তারাই পাচ্ছেন বিশ্বকাপে টপ অর্ডার সামলানোর ভার। তিনি বলেন, ‘শেষ সুযোগ আমাদের এই টুর্নামেন্ট। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট দেখবেন অন্য কাউকে ওপেনিং করানো যায় কি না বা এটা নিয়েই বিশ্বকাপে যাবেন কি না। এই সিরিজে যারা ওপেন করবেন টপ অর্ডার খেলবে তারাই বিশ্বকাপে কন্টিনিউ করবেন।’
সুত্র : somoy tv

You May Also Like