ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে না ভেবে সবাইকে দলীয় পারফরম্যান্সে জোর দেওয়ার বার্তা দেওয়া হয়েছে, বললেন বাংলাদেশের সহ-অধিনায়ক সোহান।





টুর্নামেন্ট শুরুর আগে নিয়ম মেনে তিন দলের প্রতিনিধি ট্রফি নিয়ে পোজ দিলেন হাসিমুখে। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল বুধবার। তবে এই মুহূর্তের যে বাস্তবতা, ট্রফির লড়াইয়ে থাকবেন কেবল কেন উইলিয়ামসন ও বাবর আজম। তিনজনের মধ্যে নুরুল হাসান সোহানের হাসি মিলিয়ে যাওয়ার কথা সবার আগে। সোহান যদিও আশায় বসতি গড়ছেন। দলীয় পারফরম্যান্সের তরী বেয়ে ছুটতে চান তিনি প্রাপ্তির ঠিকানায়। প্রথম প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে ভালো কিছুর আশায় বাংলাদেশের সহ-অধিনায়ক।





আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চার নম্বরে থেকে এই টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে পাকিস্তান। নিউ জিল্যান্ড আছে পাঁচে। বাংলাদেশ সেখানে নয় নম্বরে। র্যাঙ্কিংয়ের এই ব্যবধান তবু ভদ্রস্থই বলা চলে। শক্তি-সামর্থ্য, ফর্ম ও এই সংস্করণের বাস্তবতায় বাংলাদেশ আসলে বাকি দুই দলের চেয়ে যোজন যোজন পিছিয়ে।





দলকে তবু আশায় ভর করে সামনে এগোতেই হয়। সোহানও সেই চেষ্টা করলেন। ফ্লাইট জটিলতায় অধিনায়ক সাকিব আল হাসান এখনও যোগ দেননি দলের সঙ্গে। সহ-অধিনায়ক সোহানই আপাতত দলের নেতা। বিসিবির ভিডিও বার্তায় এই কিপার-ব্যাটসম্যান বললেন, শুক্রবার পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে ভালো কিছু করতে চান তারা।





“অবশ্যই পাকিস্তান অনেক ভালো দল। তবে আমরা যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন দিক থেকে ভালো কিছু করতে পারি, তাহলে ভালো কিছুর সম্ভাবনা আছে।”
ভালো পারফরম্যান্সের জন্য সোহানের ভরসা আপাতত দলীয় পারফরম্যান্স। ব্যক্তিগত অর্জন, মাইলফলক বা জায়গা ধরে রাখার তাড়নাকে পাশে সরিয়ে দলের চাওয়া পূরণের মন্ত্র শোনানো হচ্ছে বলে জানালেন তিনি।





“সত্যি কথা বলতে, আমাদের দলের পরিবেশ ও আবহ খুবই ভালো। সবচেয়ে বড় ব্যাপার হলো যে সবাইকে একটা বার্তা দেওয়া হচ্ছে, আমরা যেন ফলাফল নিয়ে না ভাবি, প্রক্রিয়ায় যেন থাকি। ফল আগে থেকে অনুমান করার সুযোগ নেই। তবে আমরা যদি সৎ থেকে কঠোর পরিশ্রম করতে থাকি… সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল হিসেবে খেলা। ব্যাক্তিগত চিন্তা না করে যেন দল হিসেবে খেলতে পারি।”





“১১ জনই হয়তো পারফর্ম করবে না। কিন্তু যখন যার যে পরিস্থিতিতে যতটুকু পারফর্ম করা দরকার, দলের জন্য যা দরকার, সেটা যেন করতে পারি। আমাদের মনোযোগ সেখানেই। ব্যক্তিগত কিছুর চেয়ে দলীয় পারফরম্যান্স এখন গুরুত্বপূর্ণ আমাদের জন্য।” দলীয় একতা গড়ে তোলার চেষ্টা অনুশীলনেও চলছে, জানালেন সোহান।
“একজন আরেকজনকে সাহায্য করেছ। সবাই চাচ্ছে যার যার জায়গা থেকে নিজেরটা করার পাশাপাশি আরেকজনের পাশে দাঁড়াতে। দলীয় একতার জন্য এটা গুরুত্বপূর্ণ। আমরা একটা প্রক্রিয়ার মধ্যেই এটা করার চেষ্টা করছি।”