
নিউজিল্যান্ডের কন্ডিশনে ফাস্ট বোলাররা সবথেকে বেশি সুবিধা পেয়ে থাকে। বাতাসে সুইং এবং বাড়তি গতি আদায় করে নিতে জুড়ি মেলা ভার তাসমান পাড়ের দেশটির কন্ডিশন। কিন্তু সেই দেশেই নিজেদের ফাস্ট বোলারদের শিক্ষকদের ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে৷





বাংলাদেশ দল নিউজিল্যান্ডে আগেভাগে পৌছালেও সেখানে পৌছুতে পারেননি বাংলাদেশ দলের দক্ষিন আফ্রিকান ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বিমানের টিকিট সংক্রান্ত জটিলতার কারনে দলের সাথে যোগ দিতে দেরী হচ্ছে। বিসিবির একজন কর্তার সাথে কথা বলে জানা গেছে,





৯ তারিখের দিকে তিনি যাবেন নিউজিল্যান্ডে। সুতরাং দুইটি ম্যাচে বাংলাদেশ দল পাচ্ছে না নিজেদের ফাস্ট বোলিং কোচকে। অনুশীলনেও তাই থাকছেননা তিনি। ফাস্ট বোলিং কোচকে ছাড়াই ফাস্ট বোলারদের অনুশীলন করতে হবে নিউজিল্যান্ডে। ৭ অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে।





নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ৯ অক্টোবর, নিউজিল্যান্ডের বিপক্ষে। দুই দিন মাঝে বিরতি নিয়ে ১২ অক্টোবর তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ আবারও নিউজিল্যান্ড। ১৩ অক্টোবর আবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগাররা। ফাইনালে খেললে আরো একটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশ কে। ১৭ অক্টোবরে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে আফগানদের মুখোমুখি হবার মধ্যে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ।