লিটনকে নিয়ে নতুন মহাপরিকল্পনায় কোচ সিডন্স

20221004 184402

দুবাইয়ে অনুশীলন আর ম্যাচ খেলে আসা বাংলাদেশের সামনে এবার কিউই-পাকের কঠিন পরীক্ষা। টাইগারদের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স ত্রি-দেশীয় সিরিজে তরুণদের পারফর্মেন্স দেখতে চান। নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করতে পারলে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপেও হবে দারুণ কিছু; বিশ্বাস সিডন্সের। সাব্বির-মিরাজের ওপেনিং তার মনে ধরেছে। লিটনকে নিয়ে সিডন্সের ভাবনা তিন বা চারে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সাকিব ছাড়া দলে নেই কোনো সিনিয়র ক্রিকেটার। তবুও এই দলটিকে রোমাঞ্চিত মনে হয়েছে সিডন্সের কাছে,

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

‘আমরা দুবাই থেকে এসেছি। সেখানে আরব-আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ খেলেছি, সপ্তাহ খানেক দারুণ অনুশীলন সুবিধা পেয়েছি সেখানে। আমাদের দলটা খুব তরুণ। কিছু সিনিয়র খেলোয়াড় অবসর নিয়েছে বা দলে নেই। তরুণ দল হিসেবে তারা রোমাঞ্চিত। তাদের জন্য এটা শেখার মঞ্চ। দেখা যাক খুব ভালো দুটি দলের বিপক্ষে কেমন খেলি।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

দুবাইয়ে তপ্ত গরম আর নিউজিল্যান্ডে বেসম্ভব ঠাণ্ডা। কয়েকদিন আগেই দুবাইয়ের গরমে টি-টোয়েন্টি খেলে যাওয়া বাংলাদেশ এখন ঠান্ডার রাজ্যে। বিশ্বকাপের ভেন্যু অস্ট্রেলিয়ার আবহাওয়া নিউজিল্যান্ডের মতোই। তাইতো ত্রি-দেশীয় সিরিজ খেলে বাংলাদেশ দল কন্ডিশন মানিয়ে নিতে পারবে ভালোভাবেই।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সিডন্সের কণ্ঠে,
‘আমরা ৪০ ডিগ্রি তাপমাত্রা থেকে খুব ভালো ঠান্ডা আবহাওয়ায় এসেছি। কন্ডিশন একই থাকবে অস্ট্রেলিয়ার। এখানকার উইকেট, ইনডোর খুবই ভালো। এজন্য আমরা এখানে এসেছি। প্রাক মৌসুমের অস্ট্রেলিয়ার সঙ্গে এখানকার খুব মিল আছে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সাব্বির মিরাজের ওপেনিংয়ে মুগ্ধ সিডন্স। লিটনের ব্যাটিং পজিশন নিয়েও দিলেন চূড়ান্ত ধারণা। ওপেনিংয়ে ফেরা হচ্ছে না লিটনের, ত্রিদেশীয় সিরিজে দেখা যাবে তিনে বা চারে।

‘সাব্বির ও মিরাজের ওপেনিং তামিম ও লিটনের থেকে বেশ ভিন্ন। লিটন এখানে আছে তিন বা চারে খেলবে। আমাদের এখনো কিছু সিনিয়র খেলোয়াড় আছে কিন্তু তরুণরা খুব উদ্দিপিত।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দুই প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তান। এই দুই শক্তিশালী দলকে চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বকাপ অভিযানে যেতে চায় বাংলাদেশ। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ত্রি-দেশীয় সিরিজ নিয়ে সিডন্সের বক্তব্য,

‘ওদের নিয়ে বেশি কিছু বলার নেই। গত বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। পাকিস্তান অবশ্যই দারুণ টি-টোয়েন্টি দল। তাদের চ্যালেঞ্জ জানাতে পারলে বিশ্বকাপেও হয়ত ভাল কিছু সম্ভব।’

You May Also Like