মাঠের খেলায় নেইমার জুনিয়রের পারফরম্যান্স বরাবরই দুর্দান্ত, সেটা নিয়ে কারও সন্দেহ নেই। শুধু চর্ম গোলকের খেলাই নয়, মাঠের বাইরের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে অতীতে অনেকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই ফরোয়ার্ড। এবার আরও একবার খবরের শিরোনাম হলেন প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি তারকা।





ব্রাজিলের চলমান প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে আজ সোমবার। আগামী মেয়াদে উত্তর আমেরিকার শক্তিমান দেশটির দায়িত্ব নিতে বিতর্কিত প্রার্থী জাইর বোলসোনারো সাথে লড়ছেন লুলা ডা সিলভা ও লুইস ইনাসিও। চলমান নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারোর সমর্থনে প্রচারণায় অংশ নিয়েছিলেন নেইমার। এ কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক বার্সেলোনা তারকা।





বোলসোনারোর নির্বাচনী প্রার্থীতা নম্বর ২২। সম্প্রতি এক শোডাউনে এই নম্বর নিজের আঙুলে বসিয়ে গানের সাথে জিঙ্গেল নেচেছেন নেইমার। পরবর্তীতে সেই ভিডিও টিকটকে পোস্ট করেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন। এরপরই বামপন্থীদের তীব্র ক্ষোভের মুখে পড়েন তিনি।





ব্রাজিল তো বটেই, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের মধ্যে নেইমার অন্যতম। তার মতো একজন বিশ্ব তারকা নিজের খ্যাতি বিতর্কিত প্রার্থীর পেছনে লাগানোর বিষয়টা সহজভাবে মানতে পারছেন না অনেকে। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারকে কথার তীরে বিদ্ধ করেছেন তারা।





সমালোচিত হওয়ার বিষয়টা নেইমার নিজেই নিশ্চিত করেছেন। নিজের ফ্যান ফলোয়ার্সদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন ব্রাজিল ফরোয়ার্ড। সমালোচনাকারীদের একজন হলেন সেলেকাওদের সাবেক তারকা স্ট্রাইকার ওয়াল্টার কাসাগ্রান্ডে।
এক কলামে কাসাগ্রান্ডে লিখেছেন, ‘নেইমারের পর্যাপ্ত সামাজিক সচেতনতার অভাব স্পষ্ট। বোলসোনারোকে সমর্থনের মাধ্যমে নেইমারের সমস্ত অসঙ্গতি চোখে পড়েছে।’