আন্তর্জাতিক বিরতিতে দেখা গিয়েছিল দুর্দান্ত লিওনেল মেসিকে। বিরতি শেষে প্যারিসে ফিরেও দুর্দান্ত মেসি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মাঠে ফেরার রাতে মেসি ছড়ালেন একরাশ মুগ্ধতা। দারুণ এক ফ্রি-কিক গোলে চোখ জুড়ালেন। দলও মাঠ ছাড়ল জয় নিয়ে।





লিগ ওয়ানে শনিবার (১ অক্টোবর) নিসের বিপক্ষে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। নিজেদের মাঠে প্রথমার্ধে লিওনেল মেসির ফ্রি-কিক গোল থেকে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খায় প্যারিসের জায়ান্টরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে কিলিয়ান এমবাপ্পের গোলে জয় নিশ্চিত করে পিএসজি।





আর্জেন্টিনা হয়ে দুর্দান্ত ফর্ম লিওনেল মেসি বয়ে আনলেন ক্লাব ফুটবলে। আবারও ফ্রি-কিকে করলেন চমৎকার গোল। তারপরও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল পিএসজি। বদলি নেমে ব্যবধান গড়ে দিলেন কিলিয়ান এমবাপে। নিসকে হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল চ্যাম্পিয়নরা।





প্যারিসে নিজেদের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের দল।
LIONEL MESSI WHAT A FREEKICK GOLAZO 🔥🔥🔥https://t.co/oOvv2ut8DM
— Hamza (@lapulgafreak) October 1, 2022
MESSI FREE KICK GOLAZOOOO https://t.co/icclOHcpeO
— Galu 🇦🇷 (@PSGalu) October 1, 2022