পুকুর থেকে দারুন কায়দায় ধরল বড় আকারের রুই মাছ, যুবকের মাছ ধরার ভিডিওটি তুুমুল ভাইরাল স্যেসাল মিডিয়ায়

মাছ ধরতে আমারা অনেকেই পছন্দ করি।মাছ ধরার জন্য আমরা অনেক টাকা খরচও করে তাকি কেননা মাছ ধরার মধ্যে বিশাল আনন্দ রয়েছে।আমাদের দেশে গ্রামে অনেক বড় বড় পুকুর খাল বিল থাকে সেখানে সময় হলে মাছ ধরতে দেখা যায়।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সাধারণত বর্ষার সময় মাছ ধরতে খুব বেশি দেখা যায় তখন খাল বিল সব জায়গায় পানি থাকেএবং সাথে মাছও থাকে তাই গ্রামের মানুষরা আনন্দের সাথে মাছ ধরে এবং তাদের চাহিদা মিটায়।মাছ ধরার মতো মজার বিষয় আর নাই।মাছ ধরা আর মাছ ধরতে দেখা উভয়ই আনন্দের বিষয়।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অনেক জায়গায় মাছ ধরা দেখতে ভিড় জমে যায়। আমাদের দেশে সমুদ্রে যেমন মাছ আছে তেমনি পুকুর, খাল,বিল সব জাগায় মাছ পাওয়া যায়।যখন গ্রামের পুকুরে মাছ ধরা হয় তখন সেখানে অনেক মানুষ তা দেখার জন্য আসে। পুকুরের পাশে মাছ ধরা দেখার জন্য লোকের ভির জমে যায়।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অনেক দূর থেকে দেখার জন্য লোক আসে।পুকুরে অনেক বড় বড় মাছ পাওয়া যায়।সেই মাছ মানুষ উৎসব মুখুর ভাবে সবাই এক সাথে ধরে থাকে।এবং আনন্দে চিৎকার করে।কিছুদিন আগে ইন্টারনেট এক ভিডিও ভাইরাল হয়। সেখানে এক যুবককে দেখা যায় যে এক বড় আকারের রুই মাছ ধরতে।যুবক নৌকা নিয়ে পুকুরে মাছ ধরতে নামে।সাথে নেয় খুব ছোট আকারের একটি জাল।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এই ছোট জাল দিয়ে এতো বড় মাছ ধরতে পারা যাবে তা বিশ্বাস করাই যায় নি। কিন্তু যুবকটি ঠিকই ধরতে পেড়েছে। জাল দিয়ে প্রথমে ছোট ছোট অনেক রুই মাছ ধরে।তারপর হঠাৎকরে বড় রুই মাছটি জালে উঠে।যুবকটি ছোট ছোট রুই মাছ ধরতে ধরতে হঠাৎ এক বিশাল বড় রুই মাছ ধরে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

পাশে অনেক যুবক ছিলো মাছ ধরার জন্য কিন্তু তারা কেউ বড় রুই ধরতে পারে নাই এই একমাত্র যুবক ছাড়া। যুবকটি এতো বড় রুই মাছ ধরতে পেড়ে আনন্দে আনর্থ। যুবকের এই মাছ ধরা দেখার জন্য পুকুরে পাশে লোকের ভিড় জমে যায়।যুবকটি শুধু রুই মাছ ধরেনি সাথে আরো বিভিন্ন ধরনের মাছ ধরেছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

কিন্তু সবার আকর্ষন ছিলো এই বড় রুই মাছটির দিকে।সে আমাদেরকে বড় বড় মাছ ধরে দেখানোর জন্য আমরা থাকে ধন্যবাদ দিয়েছি আপনিও তাকে ধন্যবাদ দিতে পারেন কমেন্ট করে। যুবুকের মাছ ধরার ভিডিও ইতিমধ্যে অনেক ভাইরাল হয়েছে ইন্টারনেটে। আপনেই চাই ভিডিও টি দেখে নিতে পারেন। নিচে ভিডিও টির লিংক দেওয়া হলোঃ

ভিডিও এখানে দেখুন