images 2022 10 01T160249.725

মাঠে নামছে পিএসজি-বার্সেলোনা!

লিগ ওয়ানে রাতে মাঠে নামবে পিএসজি। পার্ক দে প্রিন্সেসে নিসের মুখোমুখি হবে ফরাসি জায়ান্টরা। এদিকে, লা লিগায় মায়োর্কার বিপক্ষে লড়বে বার্সেলোনা। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টায়

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নতুন মৌসুমটা স্বপ্নের মতো কাটছে পিএসজির। কোচ ক্রিস্টোফ গালতিয়েরের অধীন একের পর এক জয় তুলে নিচ্ছে ফরাসি জায়ান্টরা। মেসি-নেইমার-এমবাপ্পের ভেলকিতে বলাই যায় দারুণ ছন্দে আছে প্যারিসিয়ানরা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

চলতি মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত অপরাজিত মেসি-নেইমাররা। লিগ ওয়ানে ৮ ম্যাচ খেলে ৭টিতেই জয় পেয়েছে ক্রিস্টোফ গালতিয়েরের শিষ্যরা। একটিতে আছে ড্র। এ ছাড়াও দুর্দান্ত ফর্মে থাকা পিএসজির মেসি-নেইমার-এমবাপ্পেরা বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। তাই লিগেও সেই প্রস্তুতির ফল পাচ্ছে খেলোয়াড়রা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আন্তর্জাতিক বিরতির পর মাঠে নামবে পিএসজি। নিজেদের সেরা ফর্ম ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতিও সেরে নিয়েছে প্যারিসিয়ানরা। তবে, একাদশে দেখা যেতে পারে পরিবর্তন। সম্ভাব্য একাদশে এমবাপ্পে থাকবে না বলেও ধারণা করা হচ্ছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদিকে, লা লিগায় বার্সেলোনার আধিপত্য এখন দেখার মতো। চলতি মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে জাভির শিষ্যরা। লিগে ৬ ম্যাচ খেলে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনা। ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে কাতালানরা। দেনায় জর্জরিত বার্সেলোনা এখন তারকা খেলোয়াড়ে ঠাসা দল। পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কিকে দলে ভিড়িয়ে তার সুফল ভালোভাবেই পাচ্ছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নিজেদের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ মায়োর্কার মাঠে আতিথ্য নেবে রবার্ট-রাফিনহারা। মায়োর্কা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হওয়ায় বেশ নির্ভার বার্সেলোনা। লিগে দুর্দান্ত ছন্দে থাকায় এ ম্যাচেও জয়ের প্রত্যাশা কাতালানদের।