ইনজুরির কারণে ঘরের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন জসপ্রীত বুমরাহ। তার জায়গায় ভারতের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।





ইনজুরির কারণে ঘরের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন জসপ্রীত বুমরাহ। তার জায়গায় ভারতের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।





জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে অনুশীলনের সময় তিনি পিঠে পুরনো ব্যথা অনুভব করেন। এরপর পরীক্ষা করে জানা যায়,





তার ইনজুরির মাত্রা এরই মধ্যে গুরুতর পর্যায়ে গেছে। তাকে অন্তত মাঠের বাইরে থাকতে হবে ৪-৬ মাস। ফলে আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে থাকা হচ্ছে না বুমরাহর।





এদিকে বুমরাহর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোহাম্মদ সিরাজ দলে ধুঁকেছেন। বুমরাহর ইনজুরি গুরুতর হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে তার পরিবর্তে মোহাম্মদ সিরাজ কিংবা মোহাম্মদ শামিকে দলে টানতে পারে ভারত। চলতি বছরে তিন সংস্করণ মিলিয়ে মাত্র ১৫টি ম্যাচ খেলতে পেরেছেন বুমরাহ