অবশেষে শেষ প্রান্তে এসে দলে পরিবর্তন আনছে বিসিবি!

ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে যাচ্ছেন না বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাইয়ে থাকা শেখ মেহেদী হাসান ও রিশাদ হাসান। তবে কপাল খুলেছে বলা যায় অন্য দুই স্ট্যান্ডবাইয়ে থাকা সৌম্য সরকার ও শরিফুল ইসলামের। এই দুইজন যাবেন নিউজিল্যান্ডে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বুধবার (২৮ সেপ্টেম্বর) আরব আমিরাত থেকে ফিরে একদিনের বিশ্রাম শেষে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিউ জিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দল। সেখানে নিউ জিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে টিম ম্যানেজম্যান্ট। বলা হয়েছে, স্ট্যান্ডবাই থেকে শেখ মেহেদী ও রিশাদ দলের সঙ্গে যাচ্ছেন না। তবে সৌম্য সরকার ও শরিফুল ইসলাম যাবেন।

সর্বশেষ দুবাই সিরিজে থাকলেও রিশাদ এবার যাচ্ছেন না। এশিয়া কাপেও দলের সঙ্গে ছিলেন এই লেগ স্পিনার। তবে শেখ মেহেদী দুবাইতেও যাননি, এবারও যাচ্ছেন না। তাদের না নেওয়ার কোনও কারণে বলেনি টিম ম্যানেজম্যান্ট।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আগামী ৭ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার মুখোমুখি হবে। ১৪ অক্টোবর ক্রাইস্টচার্চে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে তিন জাতির এই সিরিজ।

নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ সরাসরি অস্ট্রেলিয়া চলে যাবে। ২৪ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই:
শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, সৌম্য সরকার।