20220929 220950

ব্রেকিং নিউজ : বুবলির হাতে সাকিবের বাচ্ছা ধরিয়ে দেওয়ায় অপু বিশ্বাস বোমা ফাটালেন!

ঢাকাই সিনেমা’র একসময়ের সেরা জুটি শাকিব-অপু। সিনেমা’র জুটিকে বাস্তবে রুপ দেন তারা। তবে সেটা তেমন জানাজানি হয়নি। পরে তাদের সন্তান জয় হওয়ার পর প্রকাশ্যে আসে শাকিব-অ’পুর বিয়ের বিষয়টি। এর মধ্যে তাদের সংসার ভেঙে গেছে। এর পরেও তারা ছে’লে ঘিরে মাঝে মাঝে একত্রিত হন। কখনো ছে’লের স্কুলে, কখনো আবার পারিবারিক অনুষ্ঠানে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ছিল শাকিব-অপুর একমাত্র পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন। এদিন ৭ বছরে পা দিয়েছে এই স্টারকিড। জয়ের জন্মদিন উপলক্ষে তাকে উদ্দেশ্য করে মঙ্গলবার দুপুরে সামাজিকমাধ্যম ফেসবুকে আবেগী বার্তা দেন শাকিব-অ’পু দুজনেই। দিনের আলোয় একমাত্র ছে’লের জন্য শাকিব-অ’পুর দেওয়া আবেগী বার্তা নিয়ে ভক্তদের মাঝে আলোচনা চলছিল। সেই আলোচনা বেড়ে কয়েকগুন হয়েছে দিনের আলো ফুরিয়ে যখন রাত নেমেছে। মঙ্গলবার রাতে ছে’লে জয়ের জন্ম’দিনে দূরত্ব ঘুচিয়ে দিলো এক হয়ে কেক কাটেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদিন রাতে অ’পু বিশ্বা’স ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে লেখেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্তা আমাদের জন্য দোয়া করবেন। ‘ ছবিতে জয়ের সঙ্গে শাকিব অ’পু ছাড়া আরো দেখা যায় শাকিবের বাবা-মাকে। সন্তানদের নিয়ে ভাতিজার জন্ম’দিনের আয়োজনে উপস্থিত ছিলেন শাকিব খানের বোনও।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তবে বিষয়টি নিয়ে তখন গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি অ’পু বিশ্বা’স। বারবার ফোন বা মেসেজ দিলেও তাকে পাওয়া যায়নি। একদিন পর অবশেষে মুখ খুললেন নায়িকা। একটি সংবাদমাধ্যমকে অ’পু জানান, মঙ্গলবার সন্ধ্যায় একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে শেষ করে আব্রামের দাদার বাড়িতে গিয়েছিলেন তিনি। আব্রামের দাদার বাড়িতে গিয়ে দেখি, তাঁর ফুফু আয়োজন করেছেন। তারপর আম’রা সবাই আব্রামকে নিয়ে কেক কাটি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

জানা গেছে, এবার ছে’লের জন্মদিনে শাকিব খানের বাসায় বেশ খানিকটা সময় কাটিয়েছেন তিনি। শাকিবের সঙ্গে কথা হয়েছে কি না, জানতে চাইলে বললেন, ‘আম’রা তো বোবা নই। কথা তো টুকটাক হয়। শাকিব একজন ভালো মনের মানুষ।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

উল্লেখ্য, শাকিব-অ’পুর সন্তান আব্রাম খান জয়ের জন্ম ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতা’লে। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অ’পু। ২০১৭ সালে নিজেদের বিয়ে ও ছে’লের জন্মের বিষয়টি এক টেলিভিশনে প্রকাশ্যে নিয়ে আসেন অ’পু ।