টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। ঠিক একই প্রায় একই সময়ে ভারতে খেলবে বাংলাদেশ লেজেন্ডস।





আবুধাবিতে নারী দল খেলবে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে সংযুক্ত আরব-আমিরাতেরবিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। ২৫ ও ২৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে তাদের মাটিতে দুটি টি-২০ ম্যাচের একটি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় দল।





রাত ৯টায় আবুধাবিতে বাংলাদেশ নারী দল টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল খেলবে। গতরাতে সেমি-ফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করে বাংলার মেয়েরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, দুই দলই পেয়েছে বিশ্বকাপ খেলার টিকিট।





রাত ৮টায় রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে দেরাদুনে ভারত লেজেন্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ লেজেন্ডস। টুর্নামেন্টে টানা তিন হারে বাংলাদেশের অবস্থান টেবিলের তলানিতে।





অন্যদিকে, সিপিএলে সাকিব আল হাসানের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ভোর ৫টায় ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবে। তাই বাংলাদেশ ক্রিকেটের জন্য কাল স্পোর্টস সানডে!